নয়াদিল্লি: ১১ দিন পরে বেসরকারি হাসপাতাল থেকে ছাড়া পেলেন সনিয়া গাঁধী। ডিহাইড্রেশন, জ্বর ও কাঁধের চোট সেরে সুস্থ হয়ে ওঠা কংগ্রেস সভানেত্রীকে অবশ্য বিশ্রামের পরামর্শ দিয়েছেন ডাক্তাররা। ৩ আগস্ট ওই হাসপাতালে ভর্তি হন তিনি। রবিবার হাসপাতালের পরিচালন বোর্ডের চেয়ারম্যান ডি এস রানা বলেন, ছাড়া পাওয়ার সময় সনিয়া গাঁধীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তাঁকে বিশ্রাম নিতে বলা হয়েছে। ওষুধপত্রও চলবে। সামনের সপ্তাহে হয়ত চেকআপের জন্য শ্রীমতী গাঁধীকে হাসপাতালে আবার আসতে হবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী কেন্দ্র বারাণসীতে কংগ্রেসের রোড শো চলাকালে আচমকা অসুস্থ হয়ে পড়ায় সনিয়াকে প্রথমে সেনার হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে তাঁকে সরানো হয় রাজধানীর বেসরকারি হাসপাতালটিতে। সেখানে তাঁর কাঁধের অস্ত্রোপচার হয়।
হাসপাতাল থেকে ছাড়া পেলেন, বিশ্রামের পরামর্শ সনিয়াকে
web desk, ABP Ananda
Updated at:
14 Aug 2016 10:09 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -