অসুস্থ সনিয়া গাঁধীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, সকালে অবস্থার সামান্য উন্নতি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 03 Aug 2016 03:16 AM (IST)
বারাণসী: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী কেন্দ্র বারাণসীতে রোড-শো চলাকালীন অসুস্থ সনিয়া গাঁধী। রাতেই ভর্তি করা হয় দিল্লির সেনা হাসপাতালে। সূত্রের খবর, সকালে শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে। মঙ্গলবার বারাণসীতে গিয়ে ধুম জ্বরে কাবু হয়ে পড়েন কংগ্রেস সভানেত্রী। মাঝপথে মিছিল ছেড়েই তিনি বিমান বন্দরের উদ্দেশ্যে রওনা হন। বিমানবন্দরেই তাঁর স্বাস্থ্য পরীক্ষা করেন চিকিৎসকরা। সূত্রের খবর, আগে থেকেই জ্বর ছিল সনিয়ার। বদহজমজনিত সমস্যাও তৈরি হয়। বমিও করেন তিনি। শেষপর্যন্ত সনিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। ট্যুইটারে উদ্বেগপ্রকাশ করে, কংগ্রেস সভানেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী মোদী।