নয়াদিল্লি: আগামী অক্টোবর মাসের মধ্যেই কংগ্রেস সভানেত্রীর পদ ছেড়ে দিতে পারেন সনিয়া গাঁধী। এমনই জল্পনা।


খবরে প্রকাশ, আগামী ১৫ অক্টোবরের মধ্যে দলীয় নির্বাচন সম্পন্ন করতে হবে দেশের শতাব্দীপ্রাচীন দলকে। মঙ্গলবারই, এই মর্মে অভ্যন্তরীণ নির্বাচনের সূচিকে অনুমোদন করেছে দলের সর্বোচ্চ-নীতি নির্ধারক কংগ্রেস ওয়ার্কিং কমিটি (সিডব্লুসি)।


এদিন সেই বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে কর্মীদের উদ্দেশ্যে দলকে আরও মজবুত করার ওপর জোর দিতে বলেন সনিয়া। একইসঙ্গে, সাংগঠনিক নির্বাচনের প্রক্রিয়া দ্রুত ও সততার সঙ্গে করার নির্দেশও দেন। কংগ্রেস সভানেত্রী বলেন, সংগঠনকে শক্তিশালী করা উচিত আমাদের। আসন্ন সাংগঠনিক নির্বাচনকে অত্যন্ত দ্রুততা ও সততার সঙ্গে সম্পন্ন করতে হবে।


যদিও, রাহুলের পদন্নোতি নিয়ে এদিনের বৈঠকে কোনও আলোচনা হয়নি বলে জানিয়ে দেন দলের প্রবীণ নেতা গুলাম নবি আজাদ। এর আগে, গত নভেম্বরের ওয়ার্কিং কমিটির বৈঠকে সকলেই রাহুলের সভাপতি পদে উন্নীত নিয়ে আশাপ্রকাশ করেছিলেন।


সেই সময় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ থেকে শুরু করে এ কে অ্যান্টনি সহ সকল সদস্যই রাহুলের পদন্নোতির জোরালো সওয়াল করেছিলেন। প্রসঙ্গত, ১৯৯৮ সালে সীতারাম কেশরীর বহিষ্কারের পর থেকে প্রায় দুদশক ধরে কংগ্রেসের সভানেত্রী রয়েছেন সনিয়া গাঁধী।


২০১৩ সালে জয়পুরে হওয়া দলের চিন্তন বৈঠকে রাহুলকে সহ-সভাপতির পদে নিযুক্ত করা হয়।