প্রসঙ্গত, দশেরার দিন রাবণ-বধের বদলে মোদীর ছবি দেওয়া কুশপুতুল দাহ করে জেএনইউ-র একদল পড়ুয়া। সেইসঙ্গে আপত্তিকর স্লোগান দিচ্ছিল বলেও অভিযোগ। অনিল মিনা নামে এক ব্যক্তি ফেসবুকে ভিডিওটি পোস্ট করেন। মিনা জানিয়েছেন, ভিডিওটি জেএনইউ ক্যাম্পাসের ভিতরেরই। তিনি স্বয়ং সেখানে উপস্থিত ছিলেন।
হুসেন আরও বলেন, আমি ভাবতেই পারি না, কংগ্রেস এত নীচ কাজ করতে পারে! সনিয়া গাঁধীর উচিত ক্ষমা চাওয়া। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হবে।
এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে জেএনইউ প্রশাসন।