প্রিয়রঞ্জনের মৃত্যু দলের কাছে অপূরণীয় ক্ষতি, শোকবার্তা সনিয়ার
ABP Ananda, web desk | 20 Nov 2017 04:11 PM (IST)
নয়াদিল্লি: প্রবীণ কংগ্রেস নেতা প্রিয়রঞ্জন দাসমুন্সির প্রয়াণে গভীর শোক ব্যক্ত করলেন দলের সভানেত্রী সনিয়া গাঁধী। প্রিয়রঞ্জনের মৃত্যুকে দলের কাছে ‘অপূরণীয় ক্ষতি’ হিসেবে মন্তব্য করেছেন সনিয়া। ২০০৮ থেকেই কোমায় ছিলেন প্রিয়রঞ্জন। আজ হাসপাতালে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭২। শোকবার্তায় সনিয়া বলেছেন, প্রিয়রঞ্জন ছিলেন নিষ্ঠাবান রাজনৈতিক কর্মী।পশ্চিমবঙ্গের অন্যতম শীর্ষ নেতা। অত্যন্ত সুখ্যাতির সঙ্গে তিনি দল ও সরকারের সেবা করেছেন। তাঁর কর্মকাণ্ড ভবিষ্যত প্রজন্মের কাছে প্রেরণা হয়ে থাকবে। দীর্ঘ অসুস্থতা সত্ত্বেও মানুষের কাছে প্রিয়রঞ্জন জনপ্রিয় ছিলেন বলেও মন্তব্য করেছেন সনিয়া। প্রয়াত নেতার পরিবার, বিশেষ করে স্ত্রী কংগ্রেস নেত্রী দীপা দাসমুন্সি ও সমর্থকদের সহমর্মিতাও জানিয়েছেন সনিয়া। প্রিয়রঞ্জনের মরদেহ আকবর রোডে কংগ্রেসের সদর দফতরে নিয়ে আসা হবে। সেখানে দলের সহ সভাপতি রাহুল গাঁধী সহ শীর্ষনেতৃবৃন্দ প্রিয়রঞ্জনকে অন্তিম শ্রদ্ধা নিবেদন করবেন।