নয়াদিল্লি: কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন গত ২৮ নভেম্বর। দুদিন চিকিত্সার পর আজ তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হল। হাসপাতাল সূত্রে খবর, এখন সভানেত্রীর অবস্থা স্থিতিশীল।
আজ সকাল সাড়ে এগারোটা নাগাদ হাসপাতাল থেকে ছাড়া পান সনিয়া। তাঁকে গত ২৮ নভেম্বর রাত আটটা নাগাদ হাসপাতালে ভর্তি করা হয়।
এবছর আগস্ট মাসে বারাণসীতে রোড শো চলাকালীন আরও একবার গুরুতর অসুস্থ হয়ে পড়েন কংগ্রেস সভানেত্রী। তারপর ১২ দিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেসময় তাঁর কাঁধে একটি অস্ত্রোপচারও করা হয়।
শারীরিক অবস্থা স্থিতিশীল, হাসপাতাল থেকে ছাড়া পেলেন সনিয়া গাঁধী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 Nov 2016 04:05 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -