অসুস্থ বোধ করায় সিমলা থেকে দিল্লি আনা হল সনিয়াকে
Web Desk, ABP Ananda
Updated at:
23 Mar 2018 01:20 PM (IST)
সিমলা: শারীরিক অস্বস্তি বোধ করায় সিমলা থেকে নয়াদিল্লি নিয়ে যাওয়া হল সনিয়া গাঁধীকে। গতকাল সিমলা থেকে প্রায় ১৫ কিমি দূরে ছারাবরায় নিজের নির্মীয়মাণ বাড়ির কাজকর্ম দেখতে এসেছিলেন তিনি। মাঝরাতে হঠাত্ শরীর খারাপ লাগে তাঁর। সঙ্গে ছিলেন মেয়ে প্রিয়ঙ্কা গাঁধী। দুজনে ছিলেন একটি রিসর্টে।
ইন্দিরা গাঁধী মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র মেডিকেল সুপার ডঃ রমেশ চাঁদ জানান, তিনি সনিয়ার সঙ্গী ডাক্তারের ফোন পান। সনিয়ার জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে বলা হয় তাঁকে। কিন্তু ইউপিএ চেয়ারপার্সন অপেক্ষা না করে নিজের গাড়িতেই রওনা দেন। রাস্তায় তাঁর সঙ্গে গাড়ির সঙ্গে যোগ দেয় অ্যাম্বুল্যান্স। তাতে ছিলেন বেশ কয়েকজন ডাক্তার। পঞ্চকুলায় কিছুক্ষণ বিশ্রাম নিয়ে প্রাক্তন কংগ্রেস সভানেত্রীকে নিয়ে রওনা দেন সবাই। চন্ডীগড় পর্যন্ত সনিয়ার সঙ্গে আসা ডঃ রমেশ জানান, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। চন্ডীগড়ে বিশেষ বিমানের ব্যবস্থা করা হয় সনিয়ার জন্য।
একটি সূত্রের খবর, সনিয়া সিমলার ইন্দিরা গাঁধী মেডিকেল কলেজে পরীক্ষা করাতে চাননি, চন্ডীগড় যাওয়ার জন্য পীড়াপীড়ি করেন। তাই প্রথমে তাঁকে সেখানে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে দিল্লিতে।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -