৭৩ বছরে পড়লেন কংগ্রেস নেত্রী। সূত্রের খবর, দেশে ক্রমাগত বাড়তে থাকা ধর্ষণের ঘটনা ও মহিলাদের সুরক্ষা বারবার বিঘ্নিত হওয়ায় ব্যথিত তিনি। তাই এর প্রতিবাদে এই বছর নিজের জন্মদিন পালন করবেন না বলে ঠিক করেছেন সনিয়া গাঁধী।
কংগ্রেসের তরফ থেকে একটি টুইটে নেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লেখা হয়েছে, ‘কংগ্রেসের দীর্ঘকালীন নেত্রী সনিয়া গাঁধীর ব্যক্তিত্ব দলের সমস্ত যুব নেতা নেত্রীদের উদ্ধুদ্ধ করে। তাঁর শক্তি, মর্যাদা ও মমতা আমাদের শক্তিশালী ও ঐক্যবদ্ধ করেছে। তাঁকে জন্মদিনের অনেক শুভেচ্ছা।’
সচিন পাইলট, মিলিন্দ দেওরা, কুমারী সেলজা, সুস্মিতা দেব সহ আরও অনেক কংগ্রেসের একাধিক নেতা নেত্রীরা সকালেই জন্মদিনের শুভেচ্ছা জানান সনিয়া গাঁধীকে।