খুব শীঘ্রই দলের সভাপতি হচ্ছেন রাহুল, জানালেন সনিয়া
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 14 Oct 2017 09:00 AM (IST)
নয়াদিল্লি: খুব শীঘ্রই কংগ্রেস সভাপতি হচ্ছেন রাহুল গাঁধী। এমনই জানিয়েছেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই কংগ্রেসের সহ সভাপতি রাহুল গাঁধীর দলের সভাপতি হওয়া নিয়ে জল্পনা চলছে। এ ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সনিয়া বলেছেন, রাহুল খুব শীঘ্রই দলের দায়িত্ব নিচ্ছেন। কংগ্রেসের সাংগঠনিক নির্বাচন চলছে। দলের বেশ কয়েকটি রাজ্য শাখা ইতিমধ্যেই রাহুলকে দলের সভাপতি পদের দায়িত্ব গ্রহণের আর্জি জানিয়ে প্রস্তাব পাশ করেছে। কংগ্রেস সূত্রের খবর, দীপাবলির পরই মায়ের হাত থেকে দলের দায়িত্ব নিতে পারেন।