নয়াদিল্লি: বিজেপির মোকাবিলায় সংযুক্ত ফ্রন্ট গড়ার নতুন উদ্যোগ নিলেন সনিয়া গাঁধী। আর সেই লক্ষ্যে আগামী ১৩ তারিখ সব বিরোধী দলকে নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন কংগ্রেস নেত্রী।


সংসদে মোদী সরকারের মোকাবিলায় বিরোধী শিবিরে ঐক্যের ছবি ধরা পড়েছে। এই প্রেক্ষিতেই বিরোধী শিবিরকে আকও শক্তিশালী করতে এবং ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে সংযুক্ত ফ্রন্ট গঠনের ভিত তৈরি করতে চাইছেন সনিয়া।


পর্যবেক্ষকদের মতে, সনিয়ার এই নৈশভোজের আয়োজন গুরুত্বপূর্ণ। দিনকয়েক আগেই, জাতীয় স্তরে অ-বিজেপি, অ-কংগ্রেসি জোট গঠনের প্রস্তাব দেন টিআরএস প্রধান তথা তেলঙ্গনার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও।


কংগ্রেসের এক শীর্ষ নেতা বলেন, এটা শুধু নৈশভোজ নয়। এটা বিরোধী শক্তিপ্রদর্শনের একটা রাস্তা। বিজেপির অপশাসনের বিরুদ্ধে যারা সরব হতে চায়, তারাই স্বাগত। তিনি যোগ করেন, বহু নেতাই নিজেদের উপস্থিত থাকার কথা জানিয়েও দিয়েছেন।


তবে, সনিয়া গাঁধী চাইছেন, এই নৈশভোজে উপস্থিত থাকুন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সহ শীর্ষ বিরোধী দলগুলির নেতা-নেত্রীরা। যদিও, ওই কংগ্রেস নেতা জানান, এখনও উপস্থিত থাকার কথা নিশ্চিত করেননি মমতা।