নয়াদিল্লি: উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীকে এখনও দলের হয়ে প্রচারে দেখা যায়নি। কংগ্রেসের হয়ে প্রচারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন সহ সভাপতি রাহুল গাঁধী। তবে সূত্রের খবর, ভোটের প্রচার থেকে একেবারেই দূরে থাকছেন না সনিয়া। যদিও তিনি শুধুমাত্র তাঁর সংসদীয় কেন্দ্র রায়বরিলির বিধানসভা আসনগুলিতে কংগ্রেস প্রার্থীদের হয়ে প্রচার করবেন। অন্যদিকে, অমেঠিতে প্রচারে নামতে পারেন প্রিয়ঙ্কা গাঁধী।
উল্লেখ্য, উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির সঙ্গে জোট বেঁধে লড়াই করছে কংগ্রেস।
অসুস্থ থাকায় সনিয়া বেশ কিছুদিনই দলের কাজে তেমন সক্রিয় ভূমিকা নিতে পারছেন না। কাজেই উত্তরপ্রদেশে তিনি প্রচারে আসবেন কিনা, তা নিয়ে জল্পনা ছিল। অবশেষে জানা গিয়েছে, সনিয়া প্রচারে নামবেন। তবে তা রায়বরেলিতেই সীমাবদ্ধ থাকবে। তাঁর সঙ্গে রায়বরেলিতে প্রচারে থাকবেন প্রিয়ঙ্কাও। তবে প্রচারের দিনক্ষণ ও স্থান এখনও ঠিক হয়নি। আগামী ২৩ ও ২৭ ফেব্রুয়ারি চতুর্থ ও পঞ্চম দফায় অমেঠি ও রায়বরেলিতে ভোটগ্রহণ করা হবে।
সনিয়া পঞ্জাব ও গোয়াতেও প্রচার করেননি। উত্তরাখণ্ডেও তিনি এখনও প্রচারে যাননি।
সনিয়া রায়বরেলিতে, প্রিয়ঙ্কা প্রচারে যাবেন অমেঠিতে
ABP Ananda, web desk
Updated at:
10 Feb 2017 02:25 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -