আগামী মঙ্গলবার সনিয়া-মমতা সাক্ষাৎ
Web Desk, ABP Ananda | 09 May 2017 11:07 PM (IST)
কলকাতা ও নয়াদিল্লি: নরেন্দ্র মোদীর রাষ্ট্রপতি পদপ্রার্থীর বিরুদ্ধে পাল্টা প্রার্থী দাঁড় করাতে চাইছে বিরোধীরা। এ নিয়ে ঐকমত্য গড়ে তুলতে কোমর বেঁধে নেমেছেন সনিয়া গাঁধী। আগামী মঙ্গলবার তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিল্লিতে বৈঠক করবেন। কংগ্রেস সভানেত্রীর অনুরোধে সাড়া দিয়ে ১৫ তারিখ, অর্থাৎ সোমবার বিকেলে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী। পরেরদিন ১০ নম্বর জনপথে বৈঠকে বসবেন তৃণমূলনেত্রী। এর আগে, সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, জেডিইউয়ের শরদ যাদব, নীতীশ কুমার এবং এনসিপির শরদ পওয়ারের সঙ্গে বৈঠক করেছেন সনিয়া। এবার বৈঠক করবেন মমতার সঙ্গে। পর্যবেক্ষকদের একাংশের মতে, রাষ্ট্রপতি নির্বাচনে সর্বসম্মতভাবে বিরোধীরা যদি কোনও প্রার্থী দাঁড় করাতে পারে, তা হলে ২০১৯-এর লোকসভা ভোটের আগে, সেটা হবে মোদি বিরোধী মঞ্চ তৈরির সূচনা