নয়াদিল্লি: গুজরাতে রাজ্যসভার আসনে নির্বাচনে মর্যাদার লড়াইয়ে বিজেপিকে হারিয়ে কংগ্রেস প্রার্থী আহমেদ পটেল জয়ী হয়েছিলেন। বিজেপি সভাপতি অমিত শাহর যাবতীয় চেষ্টা বানচাল করে পটেলকে জিতিয়ে আনতে পেরে আত্মবিশ্বাসী কংগ্রেস এবার গুজরাতে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিল জোরকদমে। শঙ্করসিন বাঘেলা দল ছাড়ার পর যে ৪৩ জন বিধায়ক এককাট্টা থেকে কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীর রাজনৈতিক সচিব পটেলের জয় নিশ্চিত করেছেন, তাঁদের সঙ্গে বৈঠক করলেন দলের শীর্যনেতৃত্ব। ওই ৪৩ বিধায়ক গতকালই দিল্লিতে এসে পৌঁছন। এদিন তাঁদের সঙ্গে বৈঠক করলেন সনিয়া, দলের সহ সভাপতি রাহুল গাঁধী। উপস্থিত ছিলেন পটেল ও রাজস্থানে দলের দায়িত্বপ্রাপ্ত নেতা অশোর গেহলোটও।

পরে রাহুলের ট্যুইট, কংগ্রেস বিধায়ক ও গুজরাতে দলের নেতাদের সঙ্গে দারুন বৈঠক হল।

জানা গেছে, আধঘন্টার বৈঠকে  সনিয়া ও রাহুল ‘সত্য ও গণতন্ত্রের’ লড়াইয়ে জয়ের জন্য বিধায়কদের অভিনন্দন জানিয়েছেন। এভাবে সনিয়া ও রাহুলের কথায় গুজরাতে রাজ্যসভার লড়াইয়ের প্রসঙ্গই উল্লিখিত হয়েছে।

একইসঙ্গে রাহুল ও সনিয়া কঠিন সময়ে মাথা উঁচু করে লড়াই চালিয়ে যাওয়ার কথাও বিধায়কদের বলেছেন। তাঁরা বলেছেন, এভাবেই একজোট থেকে সত্য ও আদর্শের জন্য লড়াই চালিয়ে যেতে হবে।

দলের মুখপাত্র তথা গুজরাটের বিধায়ক শক্তি সিং গোহিল বলেছেন, সনিয়া ও রাহুল বিধায়কদের বলেছেন যে, গুজরাতে ক্ষমতা দখলের জন্যই শুধু কংগ্রেস লড়াই করছে না। মহাত্মা গাঁধীর রাজ্যে মূল্যবোধ প্রতিষ্ঠাও এই লড়াইয়ের লক্ষ্য। বিভেদকামী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই জনসমর্থন অর্জন করবে।

উল্লেখ্য, এ বছরের শেষের দিকেই গুজরাতে বিধানসভা নির্বাচন। দু দশক পর কংগ্রেস রাজ্যে বিজেপিকে হারিয়ে ক্ষমতায় ফিরতে চাইছে। বাঘেলা দল ছাড়ায় কংগ্রেস ধাক্কা খেয়েছে। সেই ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর লড়াই এখন কংগ্রেসের সামনে।