নয়াদিল্লি:  চিকিত্সার পর অবশেষে দেশে ফিরলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী। তাঁর সঙ্গে ছিলেন কংগ্রেসের সহ সভাপতি রাহুল গাঁধীও। এরপরই দলের মুখপাত্র রনদ্বীপ সূর্যেওয়ালা টুইট করে কংগ্রেস সভানেত্রী এবং সহ সভাপতির পক্ষ থেকে সকল দেশবাসী এবং দলের কর্মীদের এই সময় তাঁদের পাশে থাকার জন্যে ধন্যবাদ জানান।

এই মাসের শুরুর দিকে চিকিত্সার জন্যে মার্কিন যুক্তরাষ্ট্রে যান সনিয়া। আপাতত তিনি দেশে ফেরায় স্বস্তিতে দল। দলের অন্দরে খবর, সম্প্রতি দেশের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে কংগ্রেস যা ফল করেছে, সেই নিয়ে এবার বিস্তারিত আলোচনা হবে। এরমধ্যে বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা হবে উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড।

দলের মধ্যে এইমুহূর্তে বড় পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে বলেও জানিয়েছেন দলের অন্যতম সদস্য অভিষেক সিঙভি। তবে সেটা ঠিক কখন, কবে, সেবিষয়ে কোনও মন্তব্য করেননি তিনি। তবে দলের অন্দরে রাহুল গাঁধীকে এবার দলের প্রধান করার যে প্রস্তাব রয়েছে, সেটা বাস্তবায়িত হতেই পারে, এমন ইঙ্গিতও দেওয়া হয়েছে।