নয়াদিল্লি: স্যার গঙ্গারাম হাসপাতাল থেকে ছাড়া পেলেন না সনিয়া গাঁধী। কংগ্রেস সভানেত্রী জ্বরে কাবু হয়ে পড়ায় তাঁকে হাসপাতালের ডাক্তাররাই আরও কয়েকটা দিন থেকে যাওয়ার পরামর্শ দিয়েছেন। বারাণসীতে দলের রোড শো চলাকালে আচমকা অসুস্থ হয়ে পড়া কংগ্রেস সভানেত্রী গত ৯ দিন ধরে এই হাসপাতালেই রয়েছেন। জ্বর, ডিহাইড্রেশন, কাঁধের চোট-বেশ কিছু সমস্যা নিয়ে সেখানে গত ৩ আগস্ট ভর্তি হন তিনি।
হাসপাতালের পরিচালন বোর্ডের চেয়ারম্যান ডাঃ ডিএস রানা বলেছেন, আজ সকালে ডাক্তারদের টিম সনিয়া গাঁধীকে পরীক্ষা করেছেন। সংক্রমণ থেকে হওয়া জ্বর এখনও রয়েছে। তাই তাঁকে আরও কিছুদিন চিকিত্সাধীন থাকতে বলেন তাঁরা। তিনি অ্যান্টিবায়োটিকস নিচ্ছেন। সংক্রমণ থেকে ধীরে ধীরে পুরো সেরে ওঠার লক্ষণ দেখা যাচ্ছে।
প্রসঙ্গত, হাসপাতালের পালমোনলজি ও চেস্ট মেডিসিন বিভাগের সিনিয়র চিকিত্সক ডাঃ অরূপ বসুর অধীনে ভর্তি হন সনিয়া। ৩ আগস্ট সনিয়ার কাঁধে অস্ত্রোপচার হয়েছে। কাঁধের চোট প্রায় সেরেই গিয়েছে। ২ আগস্ট মধ্যরাতে তাঁকে বারাণসী থেকে বিমানে উড়িয়ে এনে সেনার রিসার্চ অ্যান্ড রেফারাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে স্থানান্তরিত করা হয় গঙ্গারাম হাসপাতালে।
জ্বর রয়েছে, সনিয়াকে হাসপাতালে থাকার পরামর্শ ডাক্তারদের
Web Desk, ABP Ananda
Updated at:
11 Aug 2016 02:58 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -