নয়াদিল্লি: মহিলা সংরক্ষণ বিল নিয়ে নরেন্দ্র মোদীকে চিঠি লেখার জন্য কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীকে কটাক্ষ করল বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, প্রধানমন্ত্রীকে না লিখে ওনার উচিত ছিল নিজেদের শরিক—আরজেডি ও সমাজবাদী পার্টিকে চিঠি লেখা। কারণ, তারাই এই বিলের বিরোধিতা করে আসছে।


দলের মুখপাত্র জি ভি এল নরসিংহ রাও বলেন,  ২০১০ সালে ইউপিএ আমলে এই দুই দল বিলের বিরোধিতায় সবচেয়ে সোচ্চার ছিল। ওরাই বিল আটকে দিয়েছিল।


প্রসঙ্গত, গতকাল লোকসভায় মহিলা সংরক্ষণ বিল যত দ্রুত সম্ভব পাশ করানোর জন্য প্রধানমন্ত্রী মোদীকে অনুরোধ করে চিঠি লেখেন সনিয়া গাঁধী। তিনি জানান, কক্ষে সংখ্যাগরিষ্ঠতার ফায়দা তুলে বিজেপি অনায়াসেই এই বিল পাশ করাতে পারবে। এক্ষেত্রে কেন্দ্র কংগ্রেসের পূর্ণ সমর্থন পাবে বলেও আশ্বাস দেন দলের সভানেত্রী।