নয়াদিল্লি: কংগ্রেসের পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে বর্তমান সভাপতির সুরেই বিজেপিকে নিশানা করলেন প্রাক্তনও। কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর মতোই দেশে বিভাজনের রাজনীতির অভিযোগ তুলে বিজেপির বিরুদ্ধে সরব হলেন প্রাক্তন সভানেত্রী সনিয়া গাঁধীও। তিনি বলেছেন, কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি সরকারের ভয়ে গুটিয়ে থাকবে না কংগ্রেস। তিনি বলেছেন, কংগ্রেস কখনও মাথানত করেনি, ভবিষ্যতেও করবে না।
সনিয়া বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্নীতি মোকাবিলা ও সকলের উন্নয়ণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু সেই প্রতিশ্রুতিগুলির কোনওটাই পূরণ হয়নি। ক্ষমতা দখলের জন্য মোদী 'ড্রামাবাজি'র কৌশল গ্রহণ করেছিলেন বলে অভিযোগ করেছেন সনিয়া।
প্রাক্তন সভানেত্রী বলেছেন, দলকে শক্তিশালী করতে এবং দেশকে বৈষম্য, প্রতিহিংসা মূলক রাজনীতি এবং উদ্ধত মানসিকতা থেকে মুক্ত করতে যে কোনও ধরনের আত্মত্যাগের জন্য প্রস্তুত কংগ্রেস কর্মীরা।
বর্তমান কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্বৈরাচারের অভিযোগ এনেছেন সনিয়া। সরকারের কাছ থেকে আসা চ্যালেঞ্জগুলির মোকাবিলা এবং বিদ্বেষের রাজনীতি থেকে দেশকে মুক্ত করতে দলীয় কর্মীদের সংগ্রামের পরামর্শ দিয়েছেন সনিয়া। 'সব কা সাথ, সব কা বিকাশ' এবং 'না খাউঙ্গা, না খানে দুঙ্গা' স্লোগানকে নাটক আখ্যা দিয়ে তিনি বলেছেন, এ সবই ছিল আসলে ক্ষমতা দখলের কৌশল।
স্বৈরচারী মোদী সরকারের বিরুদ্ধে কংগ্রেস লড়াই করছে উল্লেখ করে সনিয়া দাবি করেছেন, মানুষ বুঝতে শুরু করেছেন যে, ২০১৪-তে বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছিল, সেগুলি আসলে ভুয়ো।
সনিয়া বলেছেন, ইউপিএ জমানায় প্রধানমন্ত্রী মনমোহন সিংহর নেতৃত্বে দেশের অর্থনীতির বিকাশ ঘটেছিল। ওই সরকার যে নীতি নিয়েছিল, তাতে লক্ষ লক্ষ মানুষকে দারিদ্র্য সীমার ওপরে নিয়ে আসা সম্ভব হয়েছিল। বর্তমানে মোদী সরকার ইউপিএ আমলের ওই নীতিগুলিকে দুর্বল করছেন বলেও তোপ দেগেছেন সনিয়া।
সনিয়া বলেছেন, বর্তমান সরকার ক্ষমতায় টিকে থাকতে সব ধরনের উপায় ব্যবহার করছে। কিন্তু কংগ্রেস কখনও এই সরকারের ক্ষমতার ঔদ্ধত্যের কাছে নতিস্বীকার করবে না। তিনি অভিযোগ করেছেন, বিরোধীদের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে নেমেছে বিজেপি সরকার।
কংগ্রেস সংসদীয় দলের প্রধান বলেছেন, প্রমাণ উল্লেখ করে তাঁরা এই সরকারের জালিয়াতি ফাঁস করছে তাঁর দল।
সনিয়া সমমনোভাবাপন্ন দলগুলির সঙ্গে জোটের কথাও বলেছেন। তিনি বলেছেন, কংগ্রেস মানুষের আস্থা ফিরে পাওয়ার চেষ্টা করছে এবং এ বিষয়ে সমমনোভাবাপন্ন দলগুলির সঙ্গে হাত মিলিয়ে কাজ করবে।
বিজেপির কংগ্রেস-মুক্ত ভারতের স্লোগানকেও একহাত নিয়েছেন সনিয়া। তিনি বলেছেন, কংগ্রেসকে এভাবে শেষ করা যায় না। দেশের মানুষের হৃদয়ে রয়েছে কংগ্রেস।
দলকে শক্তিশালী করে তোলাই লক্ষ্য জানিয়ে সনিয়া কংগ্রেস কর্মীদের দলের নতুন সভাপতি তথা তাঁর ছেলে রাহুলের প্রতি সব ধরনের সমর্থনের হাত বাড়িয়ে দেওয়ার আর্জি জানিয়েছেন। সনিয়া বলেছেন, রাহুল একটা কঠিন সময়ে দলের হাল ধরেছেন।