নয়াদিল্লি: বারাণসীতে রোড-শো চলাকালীন কাঁধে চোট পেয়েছিলেন সনিয়া গাঁধী। বৃহস্পতিবার তার সফল চিকিৎসা হয়েছে বলে গঙ্গারাম হাসপাতাল থেকে এমনটাই জানানো হয়েছে। মেডিক্যাল বুলেটিন অনুযায়ী, কংগ্রেস সভানেত্রী ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।


হাসপাতাল সূত্রে খবর, সনিয়ার শারীরিক অবস্থা এখন বর্তমানে অনেকটাই স্থিতিশীল। যা সমস্যা ছিল, তা দ্রুত স্বাভাবিক হচ্ছে। খুব শীঘ্রই তাঁকে আইসিইউ-থেকে বের করা হবে বলেও জানা গিয়েছে।

পাশাপাশি, এ-ও জানানো হয়েছে, রোড-শোতে গিয়ে কাঁধে চোট পান সনিয়া। এর জন্য মুম্বই থেকে বিশেষজ্ঞ চিকিৎসক সঞ্জয় দেশাই এবং গঙ্গারাম হাসপাতালের প্রতীক গুপ্তর নেতৃত্বে একটি বিশেষ টিম তাঁর কাঁধের চোটের চিকিৎসা করে।

সূত্রের খবর, এখনও প্রায় এক সপ্তাহ হাসপাতালে থাকবেন কংগ্রেস সভানেত্রী। তাঁর চিকিৎসার দায়িত্বে রয়েছে বিশিষ্ট পালমোনোলজিস্ট অরূপ বসুর নেতৃত্বাধীন মেডিক্যাল টিম।

প্রসঙ্গত, মঙ্গলবার বারাণসীতে দলীয় প্রচারে গিয়ে অসুস্থ হয়ে পড়েন কংগ্রেস সভানেত্রী। দলীয় সূত্রে খবর, জ্বরে কাবু হয়ে পড়েন সনিয়া। বমিও হয়।

দ্রুত তাঁকে বিশেষ বিমানে রাজধানীতে এনে মধ্যরাতে সেনা রেফারেল হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল পরিস্থিতির উন্নতি হওয়ায় তাঁকে গঙ্গারাম হাসপাতালে স্থানান্তরিত করা হয়।