লোকসভায় বিজেপি সংখ্যাগরিষ্ঠ, মহিলা সংরক্ষণ বিল পাশ করান, সমর্থন করবে কংগ্রেস, মোদীকে চিঠি সনিয়ার
Web Desk, ABP Ananda | 21 Sep 2017 03:00 PM (IST)
নয়াদিল্লি: লোকসভায় বিজেপির সংখ্যাগরিষ্ঠতাকে কাজে লাগিয়ে মহিলা সংরক্ষণ বিল পাশের উদ্যোগ নিতে নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে আবেদন করলেন সনিয়া গাঁধী। রাজ্যসভায় বিলটি ২০১০-এর ৯ মার্চ ছাড়পত্র পেয়েছে। কংগ্রেস সভানেত্রী প্রধানমন্ত্রীকে চিঠিতে লিখেছেন, আপনাকে লোকসভায় আপনার দলের সংখ্যাগরিষ্ঠতার সুযোগ নিয়ে নিম্নকক্ষেও বিলটি অনুমোদন করাতে অনুরোধ করছি। মহিলা সংরক্ষণ বিল পাশ হওয়াকে নারীর ক্ষমতায়নে একটি 'তাত্পর্য্যপূর্ণ' ধাপ বলে উল্লেখ করে ২০ সেপ্টেম্বরের ওই চিঠিতে সনিয়ার আশ্বাস, এ ব্যাপারে তাঁর দলও সরকারকে পূর্ণ সহযোগিতা করবে। সনিয়া স্মরণ করেন, কংগ্রেস ও তার প্রয়াত নেতা রাজীব গাঁধী সংবিধান সংশোধনী বিলের মাধ্যমে পঞ্চায়েত ও পুরসভায় মহিলাদের জন্য আসন সংরক্ষণের উদ্যোগ নিয়েছিলেন। বলেন, ১৯৮৯-এ বিরোধীরা বিলগুলিকে বাধা দিয়েছিলেন, যদিও ১৯৯৩-এ সংসদের উভয় কক্ষেই সেগুলি পাশ হয়।