গুয়াহাটি ও নয়াদিল্লি: অসমের মুখ্যমন্ত্রী হওয়ার পথে আরও একধাপ এগোলেন বিজেপি নেতা সর্বানন্দ সোনোয়াল। এদিন সর্বসম্মতিক্রমে তাঁকে পরিষদীয় দলনেতা নির্বাচিত করা হয়। এরপরই কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন সোনোয়াল।
অসমে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ছিলেন তিনি। উত্তর-পূর্বের এই রাজ্যের সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে। ১২৬-সদস্যের বিধানসভায় বিজেপি জোট ৮৭ আসন দখল করেছে। ফলে, সোনোয়ালের মুখ্যমন্ত্রী হওয়াটা স্রেফ সময়ের অপেক্ষা মাত্র।
গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন সোনোয়াল। দুজনের মধ্যে প্রায় মিনিট পনেরো কথা হয়। সেখানে অসমে সরকার গঠন নিয়ে আলোচনা হয়। সূত্রের খবর, তাঁর ওপর আস্থা রাখার জন্য মোদীকে ধন্যবাদ জানান সোনোয়াল।
অন্যদিকে, অসমের ভাবী মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানান মোদী। অসম সরকারকে সবরকম সাহায্য করার আশ্বাসও দেন তিনি। মোদীর পাশাপাশি, বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহর সঙ্গেও সাক্ষাত করেন সোনোয়াল। সেখানেও অসমে সরকার গঠন নিয়ে দুজনের আলোচনা হয়।
এদিন পরিষদীয় দলনেতা নির্বাচিত হওয়ার পর সোনোয়াল জানান, যে বিপুল প্রত্যাশা নিয়ে অসমবাসী বিজেপিকে ক্ষমতায় এনেছেন, তা পূরণ করা সরকারের কর্তব্য। সূত্রের খবর, আগামী ২৪ তারিখ মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করবেন সোনোয়াল।
অসম বিজেপির পরিষদীয় দলনেতা নির্বাচিত সোনোয়াল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
22 May 2016 11:45 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -