গভীর রাতে ডেকে এনে মা ও তাঁর প্রেমিককে খুন করল দুই ছেলে
ABP Ananda, web desk | 27 Jun 2017 03:53 PM (IST)
জয়পুর: মা ও তাঁর প্রেমিককে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করল দুই ছেলে। রাজস্থানের শ্রীগঙ্গানগর জেলার গোগামেডি গ্রামে এই ঘটনা ঘটেছে বলে পুলিশ সূত্রের খবর। নিহত মহিলা বলজিত্ কউরের বয়স ৩৯। তাঁর প্রেমিক সুখপালের বয়স ৪০। এই ঘটনায় বলজিত কউরের দুই ছেলে বিশাল (২১) ও হরদীপ সিংহ (১৯)-কে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, কোনও একটা কারণ দেখিয়ে দুই ছেলে মা বলজিত্কে গভীর রাতে গোগামেডি গ্রামে আসতে বলে। বলজিত ও সুখপাল রাত ২ টো নাগাদ সেখানে পৌঁছলে তাঁদের ওপর ভারতী কোনও কিছু দিয়ে হামলা চালায় দুই ভাই। ঘটনাস্থলেই মৃত্য হয় বলজিত্ ও সুখপালের। ওই এলাকার সার্কেল অফিসার আনন্দ স্বামী বলেছেন, মৃত মহিলার স্বামী ট্রাক চালক। বর্তমানে তিনি গুজরাতে রয়েছেন। ঘটনার কথা বলজিতের বাবা ও সুখপালের পরিবারকে জানানো হয়েছে। চার সন্তানের মা বলজিত্ স্বামীর সঙ্গে বিবাদের জেরে গত তিন মাস প্রেমিক সুখপালের সঙ্গেই থাকতেন। বিশাল ও হরদীপ আলাদা থাকত। বলজিতের তৃতীয় পুত্র ও কন্যা মায়ের সঙ্গেই থাকত।