নয়াদিল্লি: দালালচক্রের মোকাবিলা করতে শীঘ্রই অনলাইন ট্রেন টিকিট কাটার সময় আধার কার্ড বাধ্যতামূলক করা হতে পারে। এমনই উদ্যোগ নিচ্ছে রেল।
খবরে প্রকাশ, ২০১৭-১৮ সালে রেলের ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে বৃহস্পতিবার একটি রিপোর্ট প্রকাশ করেন রেলমন্ত্রী সুরেশ প্রভু। সেখানে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে দালালচক্রে জর্জরিত রেল।
অভিযোগ, বহু দালাল বিপুল পরিমাণ টিকিট অনলাইনে ভুয়ো নামে তুলে রাখে। পরে, সুযোগ মতো উঁচু দরে ছাড়ে। এতে দুধরনের সমস্যা হয়। এক, সত্যিকারের যাত্রীরা টিকিট পান না। দ্বিতীয়, অনেকেই ভুয়ো নামে যাত্রা করে।
এর মোকাবিলা করতেই শীঘ্রই অনলাইনে এবার থেকে আধারকে বাধ্যতামূলক করতে ভাবনাচিন্তা করছে রেল। এর ফলে, দালালচক্রের মোকাবিলা করা সম্ভব হবে।
রেলের এক শীর্ষ আধিকারিক জানান, আইআরসিটিসি অনলাইন টিকিট বুকিং সাইটে একবার এই আধার নম্বর দিয়ে নিজের নাম নথিভুক্ত করাতে হবে। লক্ষ্য, কেউ ভুয়ো নামে নথিভুক্তিকরণ না করতে পারে।
ওই কর্তা জানান, এর জন্য বিশেষ সফটওয়্যারও তৈরি করা হচ্ছে। যার মাধ্যমে গোটা টিকিট কাটার প্রক্রিয়া হবে। পাশাপাশি, নগদহীন টিকিট সিস্টেম গড়ার লক্ষ্যেও বিশেষ পরিকল্পনা রয়েছে রেলের।
জানা গিয়েছে, ক্যাশলেস টিকিটের জন্য দেশজুড়ে ৬ হাজার পিওএস (পয়েন্ট অফ সেলস) মেশিন এবং ১ হাজার অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিন বসানো হবে।
এছাড়া, মে মাস নাগাদ বিশেষ টিকিট অ্যাপও চালু করা হবে। যেখানে, স্মার্টফোনে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টিকিট কাটা যাবে।
এর আগে, রেল ঘোষণা করেছিল, টিকিট সংরক্ষণে যদি প্রবীণ নাগরিকরা ছাড়ের সুবিধে পেতে চান, তাহলে তাঁদের আধার কার্ড বাধ্যতামূলকভাবে পেশ করতে হবে। আগামী ১ এপ্রিল থেকে চালু ওই নিয়ম।