নয়াদিল্লি: খুব শীঘ্রই, দেশের যে কোনও প্রান্তে অসংরক্ষিত টিকিট কাটা যাবে মোবাইল থেকে। এমনই ভাবনাচিন্তা করছে ভারতে রেল।

সংবাদসংস্থা সূত্রে খবর, বুকিং কাউন্টারে যাত্রীদের ভিড়ের চাপ কমাতে এবার অসংরক্ষিত ক্ষেত্রেও ই-টিকিট চালু করার কথা ভাবছে রেল। এর জন্য পেটিএম, জিওমানি, এয়ারটেল মানি-র মত বিভিন্ন মোবাইল ওয়ালেট-এর সঙ্গে গাঁটছড়া বাঁধতে পারে রেল।

রেলের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, একদিনে রেলের টকিট বিক্রি করে যা আয় হয়, তার অনেকটাই নির্ভর করে অসংরক্ষিত টিকিটের ওপর। তাই এই ক্ষেত্রকে এবার ই-কমার্সের আওতায় আনার চেষ্টা চলছে।

তিনি যোগ করেন, গড়ে প্রতিদিন ২.৩ কোটি যাত্রী রেলে যাতায়াত করেন। এর মধ্যে মাত্র ৬ শতাংশ যাত্রী সংরক্ষিত টিকিটের যাত্রী। বাকিরা সকলেই অসংরক্ষিত টিকিটের অধিকারী।

রেল সূত্রে খবর, এই পরিষেবার জন্য রেলের কোনও অতিরিক্ত খরচ বহন করতে হবে না। উল্টে, মোবাইল ওয়ালেট সংস্থাগুলির থেকে কমিশন ভিত্তিক আয় হবে রেলের। জানা গিয়েছে, বহু সংস্থাই রেলের সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছাপ্রকাশ করেছে।

বর্তমানে, চেন্নাই, মুম্বই এবং দিল্লি-পরবলের মতো কিছু সাবার্বান ট্রেন সার্ভিসে মোবইল টিকিটের সুবিধা রয়েছে। রেলের আশা, আগামী বছরের শুরুতেই দেশজুড়ে এই সুবিধা মিলবে।