নয়াদিল্লি: আর কিছুদিন পরেই কেন্দ্রীয় সরকার পরিচালিত সফদরজঙ্গ হাসপাতালে চিকিৎসকদের বদলে অস্ত্রোপচার করবে রোবট। ১৮ কোটি টাকা দিয়ে একটি রোবট কিনছে হাসপাতাল কর্তৃপক্ষ। সেই রোবটই অস্ত্রোপচার করবে। গরিবদের অস্ত্রোপচারের জন্য কোনও খরচ দিতে হবে না। প্রাইভেট ওয়ার্ডে যাঁরা ভর্তি হবেন, তাঁদের স্বল্প খরচ দিতে হবে।
সফদরজঙ্গ হাসপাতালের ইউরোলজি ও রেনাল ট্রান্সপ্ল্যান্ট বিভাগের প্রধান এবং অধ্যাপক অনুপ কুমার বলেছেন, বেসরকারি হাসপাতালগুলিতে রোবটের মাধ্যমে অস্ত্রোপচারে খরচ হয় চার থেকে পাঁচ লক্ষ টাকা। কিন্তু সরকার ভর্তুকি দেওয়ায় সফদরজঙ্গ হাসপাতালে অনেক কম খরচ হবে।
এই ধরনের অস্ত্রোপচারের ক্ষেত্রে রোবটের হাতে বিভিন্ন যন্ত্রপাতি থাকে। অন্য একটি ঘরে থাকেন চিকিৎসক। তিনি রোগীর দেহের থ্রিডি ছবি দেখে যেভাবে হাত নাড়ান, সেভাবেই অস্ত্রোপচার করে রোবট। অনেক কম সময়ে অস্ত্রোপচার শেষ হয়। অনুপ জানিয়েছেন, সফদরজঙ্গ হাসপাতালে রোবটের মাধ্যমে প্রথমে কিডনি ট্রান্সপ্ল্যান্ট করা হবে। এই উদ্যোগ সফল হলে আরও রোবট কেনা হবে।
সফদরজঙ্গ হাসপাতালে অস্ত্রোপচার করবে রোবট!
Web Desk, ABP Ananda
Updated at:
03 May 2017 07:07 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -