কলকাতা: রাজধানী দিল্লি সহ এনসিআর অঞ্চলে বাজি পোড়ানোর ওপর সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তথাগত রায়।


শীর্ষ আদালতের রায়কে স্বাগত জানিয়ে সোশ্যাল মিডিয়ায় যে প্রতিক্রিয়া মিলেছে, এদিন টুইটারে তার সমালোচনা করেন ত্রিপুরার রাজ্যপাল। একইসঙ্গে, সুপ্রিম কোর্টের রায়কে পরোক্ষে কটাক্ষ করেছেন তিনি।


এদিন মাইক্রো-ব্লগিং সাইটে তথাগত বলেন, প্রথমে দহি হান্ডি, এখন বাজি। আগামীকাল হয়ত দেখা যাবে পুরস্কার-ফেরত দেওয়া ব্রিগেড এবং মোমবাতি আন্দোলনকারীরা বায়ুদূষণের অজুহাত দেখিয়ে হিন্দুদের দাহ করার প্রক্রিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করবে।


https://twitter.com/tathagata2/status/917667244779331584

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে তথাগত জানান, একজন হিন্দু হিসেবে তিনি সুপ্রিম কোর্টের রায়ে অখুশী। তাঁর মতে, এর ফলে হিন্দু সম্প্রদায়কে তাদের একটা উৎসব উদযাপন করা থেকে বঞ্চিত করা হল।


প্রসঙ্গত, এই প্রথম নয়। এর আগেও, বিভিন্ন ইস্যুতে সোশ্যাল মিডিয়ায় কঠোর অবস্থান নিয়েছেন তথাগত। সম্প্রতি, রোহিঙ্গা উদ্বাস্তুদের ‘আবর্জনা’ বলে বিতর্কেও জড়িয়ে পড়েন তিনি।


তথাগত বলেছিলেন, কোনও ইসালমিক রাষ্ট্র বা বাংলাদেশ রোহিঙ্গাদের গ্রহণ করছে না। কিন্তু, ভারত-বিশাল ধর্মশালা, তাকে গ্রহণ করতেই হবে। যদি না বলা হয়, তাহলে (ভারত) অমানবিক।


https://twitter.com/tathagata2/status/906712715573338113

ত্রিপুরার রাজ্যপাল এ-ও দাবি করেন, ভারতের ‘রোহিঙ্গা আবর্জনা’ গ্রহণ করা উচিত নয় বলায় তাঁকে ট্রোলড করা হচ্ছে।


https://twitter.com/tathagata2/status/906766250897895424