নয়াদিল্লি: আগামী দুদিনের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু কেরলে ঢুকে পড়তে পারে। এ কথা জানাল মৌসম ভবন। যদিও আগামী পাঁচদিনে উত্তর-পশ্চিম ভারতে তাপমাত্রার কোনও হেরফের হবে না। দেশের ওই অংশ এখন তীব্র গরমের কবলে।
আইএমডি জানিয়েছে, আগামী ৪৮ ঘন্টার মধ্যে কেরলে মৌসুমী বায়ু ঢোকার পরিস্থিতি অনুকূল থাকবে।
এর আগে নয়াদিল্লির আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছিল, ৭ জুনের মধ্যে কেরলে বর্ষা ঢুকে পড়ার কথা। এক্ষেত্রে দিন চারেকের হেরফের হতে পারে বলে জানিয়েছিল আবহাওয়া বিভাগ।
আইএমডি উপকূলবর্তী কর্নাটক, কেরল, অরুণাচল প্রদেশ, কর্নাটকের দক্ষিণ প্রান্ত ও লাক্ষাদ্বীপে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। কর্নাটকের প্রত্যন্ত এলাকা ও লাক্ষাদ্বীপে বজ্রবিদ্যুত সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
এছাড়াও হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ, সিকিম, অসম, মেঘালয়,মণিপুর, মিজোরান,ত্রিপুরাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
দুদিনের মধ্যেই কেরলে ঢুকে যেতে পারে বর্ষা : আইএমডি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Jun 2016 05:12 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -