লখনউ: যদি আগামী বছর লোকসভা ভোটে সপা-বসপা একসঙ্গে লড়ে, তবে বিজেপির কপালে দুঃখ আছে। এমনটাই মন্তব্য করে বিজেপির মাথায় চিন্তার ভাঁজ বাড়ালেন এনডিএ সহযোগী দল আরপিআই-এর সভাপতি রামদাস আঠওয়ালে। তাঁর বক্তব্য, সপা-বসপা এক যোগে লড়লে উত্তর প্রদেশে বিজেপির আসন কমতে পারে।


আঠওয়ালে আবার কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও সশক্তিকরণ মন্ত্রকের প্রতিমন্ত্রী। তিনি বলেছেন, সপা-বসপা জোট হলে বিজেপির অন্তত ২০-২৫টা আসন কমতে পারে। তবে এতে এনডিএ-র ক্ষমতায় ফিরতে কোনও অসুবিধে হবে না। তাঁর আরও মত, পাতিদার আন্দোলন সমিটির নেতা হার্দিক প্যাটেলের আন্দোলনের ফলে বিজেপি গুজরাতে ভালরকম লোকসান খেয়েছে। সেই আসনগুলি কংগ্রেস পেয়েছে ঠিকই কবে রাহুল গাঁধীর তাতে কোনও কৃতিত্ব নেই।

হার্দিককে আঠওয়ালের পরামর্শ, কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন না করে হার্দিক বরং এনডিএ সরকারের সঙ্গে হাত মেলান, তারপর সংরক্ষণ চান। এ ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও কথা হয়েছে বলে তিনি জানিয়েছেন। জিগনেশ মেভানি উনায় দলিতদের ওপর অত্যাচারের ঘটনার প্রতিবাদ করে বিধায়ক হয়ে গিয়েছেন অথচ তারপর নকশালদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছেন বলে তাঁর অভিযোগ। তাঁর মতে, এর ফলে জিগনেশের রাজনৈতিক ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হবে।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের গোরক্ষপুর কেন্দ্র ও ফুলপুর কেন্দ্র উপনির্বাচনে এই সপা-বসপা জোটের কাছে হেরেছে বিজেপি। অতএব রামদাসের বক্তব্য তাদের হেসে ওড়ানোর কথা নয়।