লখনউ: লোকসভা ভোটের প্রাক্কালে যে প্রত্যাশা নিয়ে হাত ধরে ছিলেন মায়বতী ও অখিলেশ যাদব, তা পূর্ণ হয়নি। উত্তরপ্রদেশে আসন ভাগাভাগি করে লড়েও মাত্র ১৫টি আসনেই জয়লাভ করতে পেরেছে এসপি-বিএসপি জোট। মায়াবতীর দল জিতেছে ১০টি আসনে। ৫টি আসন গিয়েছে অখিলেশের দখলে। বাকি ৬২টি আসনে জয় পেয়েছে মোদি-শাহ জুটি। অমেঠির মতো আসন হাতছাড়া হয়েছে কংগ্রেসের। রায়বরেলি বাদ দিয়ে আর কোথাও খাতা খুলতে পারেনি কংগ্রেস। বাকি ২টো আসন গিয়েছে বিজেপি শরিক আপনা দলের ঝুলিতে। এই পরিস্থিতিতে একে অপরের হাত ছেড়ে একলা চলার ডাক দিলেন বুয়া-ভাতিজা।


আসন্ন উপ-নির্বাচনে একা একাই লড়বেন দলিত নেত্রী মায়াবতী ও যাদব নেতা অখিলেশ। মঙ্গলবারই জোট ভাঙার ঘোষণা করে দিয়েছিলেন মায়াবতী। ২৪ ঘণ্টার মধ্যে অখিলেশও জানিয়ে দিলেন তাঁরাও একলাই লড়বেন। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের মন্তব্য, “জোট ছিল একটি পরীক্ষা। অনেক সময়ই এমন হয়ে থাকে, সাফল্য আসে না। তবে এতে অন্তত নিজেদের দুর্বলতা সম্পর্কে জানা যায়।” তবে এই দুই নেতার কেউই কারো সম্পর্কে বিষোদগার করেননি। বরং ‘বুয়া’ সম্পর্কে শ্রদ্ধাশীলই থেকেছেন ‘ভাতিজা’। অখিলেশের বক্তব্য, তিনি তাঁর আগের বক্তব্য থেকে সরছেন না। মায়াবতী সম্পর্কে তিনি এখনও একই রকমভাবে শ্রদ্ধাশীল। তাঁর বক্তব্য, মায়াবতীকে সম্মান করা মানে নিজেকেও সম্মান দেওয়া।


প্রসঙ্গত, উত্তরপ্রদেশের ১১টি বিধানসভা আসনে উপনির্বাচন হওয়ার কথা। যার ৯টি বিজেপির জেতা আসন। বাকি দুটোর মধ্যে একটি করে আসন রয়েছে  বিএসপি ও এসপি-র। যে কোনও দিন ওই আসনগুলোতে ভোটের দিনক্ষণ ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। এমন অবস্থায় মায়াবতী সাফ জানিয়ে দিয়েছেন, এই উপনির্বাচনগুলোতে একাই লড়বে তাঁর দল। তবে আগামীতে যে ফের জোট হতে পারে, সে রাস্তাও খোলা রেখেছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। মায়াবতীর বক্তব্য, “সমাজবাদী প্রধান যদি নিজের দায়িত্ব পালন করতে পারেন তাহলে আগামীতে আমরা নিশ্চয়ই আবার কথা বলব। পাকাপাকি সম্পর্ক ভাঙছে না।”