মির্জাপুর (উত্তরপ্রদেশ): আগামী ১১ তারিখ ভোটের ফল ঘোষণার পর কংগ্রেস, সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টি ‘বিদ্যুতের ঝটকা’ খাবে। এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রায় অন্তিম পর্যায়ে পৌঁছে গিয়েছে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন। মোট সাত দফার মধ্যে আর বাকি মাত্র ২ দফার ভোটগ্রহণ। এর মধ্যে শনিবার হচ্ছে ষষ্ঠ দফার ভোটগ্রহণ। আগামী ৮ তারিখ হবে সপ্তম তথা শেষ দফার ভোটগ্রহণ।
এরমধ্যেই, সপ্তম দফার জন্য এখন জোরকদমে শেষ মুহূর্তের প্রচার চালাচ্ছে সবকটি রাজনৈতিক দল। শুক্রবার, মির্জাপুরে জনসভায় অংশ নিতে গিয়ে মোদী রাজ্যে বিদ্যুতের ঘাটতি নিয়ে অখিলেশ যাদব সরকারকে তীব্র আক্রমণ করেন।
প্রধানমন্ত্রী বলেন, অখিলেশ আমাকে বলেছে, সাহস থাকে তো আমি যেন তারে হাত দিয়ে দেখি সেখানে বিদ্যুৎ আছে কি না। মোদীর দাবি, ওর (অখিলেশের) নতুন বন্ধু রাহুল গাঁধী অবশ্য মির্জাপুরের মদিহাঁয় খাট-সভা করতে এসে বিদ্যুতের তারে হাত দিয়ে দলীয় নেতা গুলাম নবি আজাদকে বলেন, ভয় না পেতে, কারণ সেখানে কোনও বিদ্যুৎ নেই।
অখিলেশের উদ্দেশ্যে মোদীর প্রশ্ন, আপনার নতুন বন্ধু তো হাত দিয়ে দেথেছে। আমার কি আর দেখার প্রয়োজন আছে? এরপরই মোদীর কটাক্ষ, মানুষ এবারের নির্বাচনে এমন বিদ্যুৎ ছড়িয়েছে যে আগামী ১১ তারিখ ভোটের ফল বেরনোর পর এসপি, বিএসপি ও কংগ্রেস ঝটকা খাবে।