উত্তরপ্রদেশে ভোটের প্রচারে ত্রিশঙ্কু ফলের কথা মোদীর মুখে
ABP Ananda, web desk | 27 Feb 2017 09:49 PM (IST)
মউ: উত্তরপ্রদেশের বিধানসভার ভোটের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণে এবার ত্রিশঙ্কু ফলাফলের আশঙ্কা। তাঁর অভিযোগ, ভোটের পর ক্ষমতার জন্য যাতে দরকষাকষি করার রাস্তা খোলা থাকে সেজন্য সমাজবাদী পার্টি (সপা) এবং বিএসপি ত্রিশঙ্কু ফলাফলের নয়া গেম প্ল্যান তৈরি করেছে। প্রধানমন্ত্রীর দাবি, ভোটে হার অবধারিত বুঝতে পেরেই এসপি ও বিএসপি ওই নয়া ছক তৈরি করেছে। উদ্দেশ্যটা হল, তারা হেরে যাক বা তাদের আসন কমে যায় যাক, কিন্তু কেউ যেন সংখ্যাগরিষ্টতা না পায়। একইসঙ্গে মোদী বলেছেন, বিজেপিকে হারানোর জন্য এসপি ও বিএসপি যা কিছু করতে পারে। তাতে কোনো সমস্যা নেই। কিন্তু ওই দলগুলি যেন উত্তরপ্রদেশের ভবিষ্যত নিয়ে ছিনিমিনি না খেলে। কেননা, অতীতে প্রচুর ভুক্তভোগী হতে হয়েছে রাজ্যকে। মোদীর দাবি, ক্ষমতা দখলের জন্য এসপি ও বিএসপি ত্রিশঙ্কু বিধানসভার কথা ভাবলেও গত লোকসভা নির্বাচনের মতোই এবারও উত্তরপ্রদেশের মানুষ বিজেপিকে বিপুল ব্যবধানে জয়ী করবে। মউতে প্রায় এক ঘন্টার ভাষণে মোদী বলেন, ভোট ঘোষণার পরই ভয় পেয়ে এসপি তড়িঘড়ি কংগ্রেসের ‘ডুবন্ত তরী’তে গিয়ে বসে। কংগ্রেস-সপার জোটের পক্ষে সংবাদমাধ্যমগুলিও প্রচার করছে বলেও মোদী অভিযোগ করেন। কিন্তু সাধারণ মানুষ আসল ও নকলের তফাত্ জানেন মন্তব্য করে মোদী দাবি করেন, বিজেপিই ভোটে বিপুলভাবে জয়ী হবে। একইসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, নিজস্ব ক্ষমতায় সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরও বিজেপি জোট শরিকদের নিয়ে চলতে জানে।বিজেপি উত্তরপ্রদেশে ক্ষমতায় এলে জোট শরিকদের সরকারে স্থান দেওয়া হবে বলেও তিনি আশ্বাস দিয়েছেন।