লখনউ: সমাজবাদী পার্টির (সপা) অন্তর্কলহ তুঙ্গে। কয়েকদিন আগে দলীয় সভাপতি মুলায়ম সিংহকে চিঠি লিখে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ সিংহ যাদবকে দলের জাতীয় সভাপতি করে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন উদয়বীর সিংহ নামে এক দলীয় বিধান পরিষদ সদস্য। অখিলেশের সবচেয়ে কাছের অনুগামীদের একজন বলে পরিচিত উদয়বীরের এই আচরণকে শনিবার ‘অসম্মানজনক, শৃঙ্খলাবিরোধী’ আখ্যা দিয়ে তাঁকে ৬ বছরের জন্য বহিষ্কার করল সপা।
মুলায়মকে লেখা চার পৃষ্ঠার চিঠিতে তিনি বলেছিলেন, আপনাকে বিভ্রান্ত করেছেন, মুখ্যমন্ত্রী অখিলেশের বিরুদ্ধে চক্রান্ত করেছেন সপা-র রাজ্য সভাপতি শিবপাল যাদব, তাঁর পরিবারের অন্যরা। কিন্তু অখিলেশকেই জাতীয় সভাপতি করে সব ক্ষমতা দেওয়া উচিত। পাশাপাশি অখিলেশের তিন দশকের বেশি সময়ের পুরানো বন্ধু উদয়বীর নাকি মুলায়মের দ্বিতীয় স্ত্রী তথা অখিলেশের বিমাতা সম্পর্কেও বাজে মন্তব্য করেছেন বলে খবর। অভিযোগ, তিনি নাকি মুলায়মের দ্বিতীয় স্ত্রী অখিলেশ-বিরোধী চক্রান্তে সামিল বলে মন্তব্য করেছিলেন।
তারই জেরে আজ সপা-র উত্তরপ্রদেশ ইউনিটের এক্সিকিউটিভ কমিটির সূচনা বৈঠকের পর উদয়বীরকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। দলের মুখপাত্র অম্বিকা চৌধুরি বলেন, উদয়বীর অসম্মানজনক আচরণ করেছেন, শৃঙ্খলা ভেঙেছেন, যা দল কখনই সহ্য করবে না। ২৫ বছরে দল যে এখানে এসেছে, তা শৃঙ্খলার জোরেই। দল অশালীন আচরণ, বিশৃঙ্খলা সহ্য করবে না।
এদিকে বহিষ্কারের ঘোষণা শুনে উদয়বীর বলেছেন, তিনি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ‘চক্রান্ত’ প্রসঙ্গে নিজের ভাবনার কথাই মুলায়মকে জানিয়েছিলেন মাত্র। বহিষ্কারের চিঠি হাতে পাই। তারপর যা বলার বলব। তবে চিঠিতে যে প্রসঙ্গ তুলেছেন, সে ব্যাপারে তাঁক মনে কোনও খেদ নেই বলে জানিয়ে তিনি বলেন, নেতাজি দলের পৃষ্ঠপোষক। আমি নিশ্চিত, উনি আমার, মুখ্যমন্ত্রীর প্রতি ন্যায়বিচারই করবেন। যারা দলের প্রধানের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছে, তারা এখনও দলে আছে, যারা দলের প্রকৃত মঙ্গল চায়, তাদের বহিষ্কার করা হচ্ছে।
যদিও সপা মুখপাত্র গৌরব ভাটিয়ার দাবি, লক্ষ্মণরেখা ছাড়িয়ে গিয়েছিলেন উদয়বীর। মুলায়ম সিংহ যাদব দলের নির্বাচিত সভাপতি। তাঁর নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলা অন্যায়। কে দলের সভাপতি হবেন, একজন বিধান পরিষদ সদস্য তা ঠিক করে দিতে পারেন না। শৃঙ্খলাবিরোধী আচরণের শাস্তি হবেই, এক্ষেত্রে সেটাই হয়েছে।
মুলায়মকে চিঠি, অখিলেশ-ঘনিষ্ঠকে বহিষ্কার, সপা-য় অশান্তি চরমে
web desk, ABP Ananda
Updated at:
22 Oct 2016 08:22 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -