লখনউ: আগামী বছর উত্তরপ্রদেশে লোকসভা নির্বাচনের সঙ্গেই বিধানসভা নির্বাচন করার বিষয়ে বিজেপি-কে চ্যালেঞ্জ জানালেন সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব। তিনি আজ এক সাংবাদিক বৈঠকে বলেছেন, ‘ভোটার তালিকার সঙ্গে আধার নম্বর যুক্ত করা হলে আমাদের কোনও সমস্যা নেই। এক দেশ, এক নির্বাচন নিয়েও আমাদের সমস্যা নেই। আমি বিজেপি-কে বলছি, ওরা ২০১৯ থেকেই এক দেশ, এক নির্বাচন নীতি প্রয়োগ করুক এবং লোকসভা নির্বাচনের সঙ্গে বিধানসভা নির্বাচন করাক।’
উত্তরপ্রদেশের কৈরানা ও ফুলপুরে সম্প্রতি উপনির্বাচনে বিরোধী দলগুলি ঐক্যবদ্ধভাবে লড়াই করে বিজেপি-কে হারিয়ে দিয়েছে। এর আগে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কেন্দ্র গোরক্ষপুরেও উপনির্বাচনে হেরে গিয়েছে বিজেপি। এতেই উৎসাহিত হয়ে উঠেছেন অখিলেশ। সেই কারণেই তিনি লোকসভা ও বিধানসভা নির্বাচন একসঙ্গে করার দাবি জানিয়েছেন। সপা প্রধান অবশ্য জানিয়েছেন, তাঁদের কাছ থেকে লোকসভা ও বিধানসভা নির্বাচন একসঙ্গে করার বিষয়ে পরামর্শ চাওয়া হয়নি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একসঙ্গে সব নির্বাচন অনুষ্ঠিত করার পক্ষে সওয়াল করেছেন। জাতীয় আইন কমিশনও একই মতামত জানিয়েছে। গতকালই উত্তরপ্রদেশের স্বাস্থ্যমন্ত্রী সিদ্ধার্থনাথ সিংহ ‘এক দেশ, এক নির্বাচন ও সাধারণ নির্বাচনী তালিকা’ শীর্ষক রিপোর্ট পেশ করেছেন। এরপর তিনি জানান, ‘উত্তরপ্রদেশই দেশের প্রথম রাজ্য হিসেবে পঞ্চায়েত থেকে শুরু করে সব নির্বাচন একসঙ্গে করার বিষয়ে প্রধানমন্ত্রীর ভাবনা বাস্তবায়িত করার চেষ্টা শুরু করল। আমরা এই প্রস্তাব খতিয়ে দেখেছি। এটা করা সম্ভব।’
এরপর আদিত্যনাথ বলেন, ‘আমরা কেন্দ্রকে এই রিপোর্ট পাঠিয়ে দিচ্ছি। জনগণের বৃহত্তর স্বার্থে এটা ভাল উদ্যোগ। কমিটির পরার্শ অনুযায়ী, নির্বাচনী তালিকা পরিচ্ছন্ন রাখার জন্য ভোটারদের নামের সঙ্গে আধার নম্বর যুক্ত করা উচিত। এতে নকল ভোটারের সম্ভাবনা থাকবে না।’
বিজেপি পারলে ২০১৯-এ লোকসভা ও বিধানসভা নির্বাচন একসঙ্গে করে দেখাক, চ্যালেঞ্জ অখিলেশের
Web Desk, ABP Ananda
Updated at:
06 Jun 2018 06:50 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -