লখনউ: সমাজবাদীর পার্টির অভ্যন্তরীণ লড়াই এবার নির্বাচন কমিশন পর্যন্ত যেতে চলেছে। দলীয় প্রতীক সাইকেলের অধিকার নিশ্চিত করার জন্য কমিশনের দ্বারস্থ হতে চলেছেন সপা-র জাতীয় সভাপতি নির্বাচিত হওয়া অখিলেশ যাদব। উত্তরপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনে দলে অখিলেশের বিরোধী পক্ষ যাতে কোনওভাবেই দলীয় প্রতীক ব্যবহার করতে না পারে, তার জন্যই নির্বাচন কমিশনে যাচ্ছেন অখিলেশ।


সপা-র দলীয় সংবিধান অনুসারে, সভাপতিই নির্বাচন কমিশনের কাছ থেকে প্রতীকের অনুমোদন নেন। ফলে অখিলেশেরই সাইকেলের অধিকার পাওয়ার কথা। কিন্তু সেটা না হওয়া পর্যন্ত নিশ্চিন্ত হতে পারছেন না উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। কারণ, সপা-র অভ্যন্তরীণ দ্বন্দ্ব যেভাবে নাটকীয় মোড় নিচ্ছে, তাতে নিশ্চিতভাবে কিছুই বলা যাচ্ছে না। সেই কারণে কমিশনের দ্বারস্থ হতে চলেছে অখিলেশ-শিবির।

রবিবারই সপা-র জাতীয় সভাপতি হয়েছেন অখিলেশ। মুলাময় সিংহ যাদব হয়েছেন মার্গদর্শক। দলে অনেক রদবদল হয়েছে। এ বিষয়ে অখিলেশের বক্তব্য, ‘কখনও কখনও প্রিয় কাউকে রক্ষা করার জন্য উপযুক্ত সিদ্ধান্ত নিতে হয়। আমি কঠোর সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু সেটা নিতেই হত।’