লখনউ: উত্তরপ্রদেশের যাদব পরিবারের অন্তর্কলহ মেটার কোনও লক্ষণই দেখা যাচ্ছে না।

জানা গিয়েছে, দলের রজত জয়ন্তী উৎসবে হাজির না হওয়ার সিদ্ধান্ত একপ্রকার নিয়ে ফেলেছেন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। সূত্রের খবর, সেই সময় রাজ্যে বিকাশ রথযাত্রা-য় বের হবেন।

দলের সুপ্রিমো তথা বাবা মুলায়ম সিংহ যাদবকে লেখা একটি চিঠিতে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন অখিলেশ। সূত্রের মতে, চিঠিতে অখিলেশ লিখেছেন, আমি ৩ নভেম্বর থেকে সমাজবাদী বিকাশ রথযাত্রা শুরু করছি।

এর থেকেই কোন্দলের বিষয়টি আরও স্পষ্ট হয়ে গিয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ, আগামী ৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে দলের রজত জয়ন্তীবর্ষের অনুষ্ঠান। আর সেখানে কি না অখিলেশ উপস্থিত থাকছেন না!

প্রসঙ্গত, গতমাসেই এই সফর হওয়ার কথা ছিল। কিন্তু, পারিবারিক কোন্দল শুরু হওয়ায় তা পিছিয়ে দেওয়া হয়। তরুণ নেতাদের দল থেকে বহিষ্কার করা নিয়ে বাবা ও কাকা তথা শীর্ষ সমাজবাদী নেতা শিবপাল যাদবের সঙ্গে অখিলেশের বিবাদের সূত্রপাত।

এছাড়া, তাঁকে সরিয়ে ভাই শিবপালকে দলের নতুন রাজ্য সভাপতি ঘোষণা করেছেন মুলায়ম। এই বিষয়টিও মেনে নিতে পারেননি অখিলেশ। এর বদলে শিবপালের হাত থেকে গুরুত্বপূর্ণ মন্ত্রক সরিয়ে নেন অখিলেশ। কিন্তু, মুলায়মের চাপে, সিদ্ধান্ত বদল করেন।

জানা গিয়েছে, এদিন ৫ বিক্রমাদিত্য মার্গের বাসভবনে দলের নির্বাচনী কৌশল স্থির করতে রুদ্ধদ্বার বৈঠক করেন মুলায়ম, অখিলেশ ও শিবপাল। সেখানেও, বিরোধ প্রকাশ্যে চলে এসেছে বলে খবর। সূত্রের খবর, সমাজবাদী সুপ্রিমো সেখানে আশঙ্কা প্রকাশ করেন যে, পারিবারিক বিবাদের কথা প্রকাশ্যে চলে এলে তা তা নির্বাচনে প্রভাব ফেলতে পারে।