উত্তরপ্রদেশে ৬টি লোকসভা কেন্দ্রের প্রার্থীতালিকা প্রকাশ সপা-র, ‘সবচেয়ে নিরাপদ’ মইনপুরি থেকে দাঁড়াচ্ছেন মুলায়ম
Web Desk, ABP Ananda | 08 Mar 2019 12:40 PM (IST)
লখনউ: উত্তরপ্রদেশে ৬টি লোকসভা আসনের প্রার্থীতালিকা প্রকাশ করল সমাজবাদী পার্টি (সপা)। তালিকার সবচেয়ে উল্লেখযোগ্য মুখ দলের প্রতিষ্ঠাতা মুলায়ম সিংহ যাদব। তাঁকে প্রার্থী করা হয়েছে সপা-র শক্ত ঘাঁটি বলে পরিচিত মইনপুরিতে। বদাউন থেকে লড়ছেন ধর্মেন্দ্র যাদব। ফিরোজাবাদে দাঁড়াচ্ছেন অক্ষয় যাদব। এটাওয়া থেকে কমলেশ কাঠেরিয়া, রবার্টসগঞ্জে ভাইলাল কোল, বাহরাইচে সাব্বির বাল্মিকী দলের প্রার্থী হিসাবে লড়ছেন। শুক্রবার ঘোষিত প্রার্থীতালিকায় সই রয়েছে দলের জাতীয় প্রধান সাধারণ সম্পাদক রামগোপাল যাদবের। সপা সূত্রে বলা হয়েছে, দলের দূর্গ মইনপুরিকে ‘সবচেয়ে নিরাপদ’ আসন হিসাবে দেখা হচ্ছে। সেটি বরাদ্দ হয়েছে প্রবীণ মুলায়মের জন্য, যিনি বর্তমান আজমগড়ের সাংসদ। মইনপুরি আসনে ১৯৯৬, ২০০৪, ২০০৯ এ জনপ্রতিনিধি ছিলেন তিনি। ২০১৪র লোকসভা নির্বাচনে আজমগড় ও মইনপুরি, উভয় কেন্দ্র থেকেই লড়ে নির্বাচিত হন তিনি। মইনপুরিতে ৩ লক্ষ ৬৪ হাজার ভোটে জেতেন মুলায়ম। বর্তমান সপা সভাপতি, ছেলে অখিলেশ সিংহ যাদবের সঙ্গে মুলায়মের বিরোধ তুঙ্গে উঠেছিল কিছুদিন আগে। সেই প্রেক্ষাপটে তিনি সম্প্রতি ফের নরেন্দ্র মোদিকেই প্রধানমন্ত্রী দেখতে চান বলে মন্তব্য করেন, যা ঘিরে রাজনৈতিক মহলে তীব্র জল্পনা রয়েছে।