বিজাপুর: ছত্তিসগড়ের বিজাপুরে সমাজবাদী পার্টির এক নেতাকে অপহরণ করে হত্যা করল মাওবাদীরা। বুধবার পুলিশ সুপার দিব্যাং পটেল জানিয়েছেন, সন্তোষ পুনেম নামে ওই নেতা, যিনি নির্মাণশিল্পের ঠিকাদারও বটে, তাঁকে মঙ্গলবার রাতে মরিমল্লা গ্রামের একটি নির্মীয়মাণ সড়ক প্রকল্পের কাছ থেকে অপহরণ করে মাওবাদীরা। সন্তোষ সেই সময় গিয়েছিলেন ওই প্রকল্পের অগ্রগতির কাজ খতিয়ে দেখতে।
বুধবার সকালে, মরিমল্লা পাহাড়ের কাছে ওই নেতার ক্ষতবিক্ষত দেহ দেখতে পান গ্রামবাসীরা। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। প্রায় ১৬ কিলোমিটার দূরে জঙ্গলের মধ্য থেকে নিহত নেতার দেহ উদ্ধার করে পুলিশ। গত বছর, সমাজবাদী পার্টির টিকিটে বিধানসভা নির্বাচনে বিজাপুর কেন্দ্র থেকে লড়েছিলেন সন্তোষ।