লখনউ: বিহারের ধাঁচে উত্তরপ্রদেশে মহাজোটবন্ধনের সম্ভাবনায় জল। সমাজবাদী পার্টি জানিয়ে দিল, রাষ্ট্রীয় লোক দলের সঙ্গে জোট করবে না তারা, বোঝাপড়ায় যাবে শুধু কংগ্রেসের সঙ্গে।
এসপি-র সহ সভাপতি কিরণময় নন্দ জানিয়েছেন, অজিত সিংহের আরএলডি-র সঙ্গে এসপি-র কোনও কথা চলছে না। উত্তরপ্রদেশে ৪০৩টি বিধানসভা আসনের মধ্যে তাঁর দল লড়বে ৩০০-র বেশি আসনে। বাকিগুলো পাবে কংগ্রেস। আজই বরিষ্ঠ এসপি নেতাদের সঙ্গে দলীয় সভাপতি অখিলেশ যাদবের ৬ ঘণ্টার ম্যারাথন বৈঠকে জোটের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে।
তবে কোন দল কোন আসনে লড়বে তা ঘোষণা করবেন অখিলেশ নিজেই।
আরএলডি-র সঙ্গে এসপি-র মধ্যে ভোটে বোঝাপড়া নিয়ে প্রাথমিক যে কথাবার্তা হয়, তাতে অজিত সিংহের দল এসপি-র কাছে অনেক বেশি আসন দাবি করে। তা দেওয়া অখিলেশের পক্ষে সম্ভব ছিল না।
বস্তুত, নির্বাচন কমিশনে মুলায়ম সিংহ যাদবকে মাত দেওয়ার পর আত্মবিশ্বাসী অখিলেশ শিবির মনে করছে, কংগ্রেসকে সঙ্গে নিয়ে সম্পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরবে তারাই।
কিরণময় নন্দ জানিয়েছেন, প্রথম ও দ্বিতীয় পর্যায়ের ভোটে প্রার্থী বাছাই চূড়ান্ত করেছে তাঁর দল। এবার কংগ্রেসের নিজেদের প্রার্থী বাছার অপেক্ষা।
সঙ্গী শুধু রাহুল, উত্তরপ্রদেশ ভোটে অজিত সিংহের হাত ধরতে নারাজ অখিলেশ
ABP Ananda, Web Desk
Updated at:
19 Jan 2017 05:40 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -