নয়াদিল্লি: 'চাঁদ' এবার হতে চলেছে অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্র এবং আগামী বছরের শেষের দিকে স্পেস এক্স সেখানে পর্যটক পাঠানোর ভাবনাচিন্তাও করছে। স্পেসশিপ করে চন্দ্র ভ্রমণে যাবেন সেই দুজন পর্যটক। আপাতত নাসার মহাকাশচারীদের তত্ত্বাবোধানে তৈরি হচ্ছে সেই মহাকাশযানটি। একটি রকেটও পাঠানো হবে চাঁদে, সোমবারই একথা ঘোষণা করা হয়েছে স্পেস এক্স-এর তরফে।
সূত্রের খবর, প্রথমবারের জন্যে পয়সা দিয়ে এভাবে পর্যটকরা চন্দ্র ভ্রমণে যাচ্ছেন। স্পেস এক্স-এর চিফ এক্সিকিউটিভ এলন মাস্ক এক কনফারেন্স কলের মাধ্যমে একথা জানান। তবে দুজন পর্যটক চাঁদে যাওয়ার জন্যে কত খরচ করছেন এবং তাঁদের পরিচয় সম্পর্ক কোনও তথ্য সংস্থার সিইও দিতে রাজি হননি। হলিউডের কোনও ব্যক্তি এক সপ্তাহব্যপী এই মিশনে যাচ্ছেন না বলে জানিয়েছেন।
এলন মাস্ক শুধু জানিয়েছেন, দুই পর্যটক তাঁদের একে অপরকে চেনেন। তাঁরা এককালীন কিছু টাকাও এই মিশনের জন্যে জমা রেখেছেন। চাঁদে যাওয়ার আগে তাঁদের ভাল করে প্রশিক্ষণও দেওয়া হবে জানানো হয়েছে সংস্থার পক্ষ থেকে। মাস্ক মনে করেন, এখন থেকে প্রতিবছরই এক থেকে দুজনকে এই চন্দ্র ভ্রমণে পাঠানো যাবে। কারণ, মানুষের মধ্যে মহাকাশকে জানার আকাঙ্খা প্রতিদিনই বাড়ছে।
আগামী বছরের শেষের দিকে চাঁদে প্রথমবার পর্যটক পাঠানোর ভাবনা স্পেস এক্স-এর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 Feb 2017 11:18 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -