ইটানগর: অরুণাচল প্রদেশের বিচ্ছিন্নতাবাদী সমস্যা মেটাতে ৩টি জেলায় বিশেষ প্যাকেজ দিতে চলেছে কেন্দ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ এ কথা জানিয়েছেন।
পূর্ব অরুণাচলের এই তিন জেলা হল টিরাপ, চাংলাং ও লংডিং। এই প্যাকেজের মাধ্যমে তিন জেলায় নতুন পুলিশ পোস্ট তৈরি হবে, কেনা হবে পুলিশের গাড়ি ও অন্যান্য জিনিসপত্র।
এক অনুষ্ঠানে ইটানগরে এসে রাজনাথ সিংহ জানিয়েছেন, টিরাপ, চাংলাং ও লংডিংয়ে তৈরি হবে ২০টির বেশি পুলিশ ফাঁড়ি। এ জন্য রাজ্য সরকারের সহযোগিতা চেয়েছেন তিনি।
রাজ্য সরকার প্রস্তাব দিয়েছে, ইন্দো-টিবেটান বর্ডার পুলিশের একটি ব্যাটেলিয়ন ওই এলাকায় মোতায়েন করা হোক। রাজনাথ জানিয়েছেন, তিনি আধিকারিকদের নির্দেশ দিয়েছেন, দ্রুত বিষয়টি দেখতে। রাজ্যে একটি ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির জন্য অর্থ বরাদ্দেরও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
রাজনাথ জানিয়েছেন, রাজ্যের উন্নয়নের স্বার্থে যা করার অবশ্যই করা হবে। অর্থের কোনও অভাব নেই। কিন্তু কেন্দ্রর দেওয়া প্রতিটি পয়সার সঠিক হিসেব রাখতে হবে, যাতে কেউ আঙুল তোলার সুযোগ না পায়। অরুণাচলে জল বিদ্যুৎ প্রকল্পের বিশাল সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেছেন, এই প্রকল্প রাজ্যের কোষাগার ভরে দিতে পারে। কিন্তু সে জন্য আগে যোগাযোগ ব্যবস্থার উন্নতি জরুরি।
কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতীন গড়কড়ী অরুণাচলের রাস্তা ও সেতু উন্নয়নের জন্য ৫০,০০০ কোটি টাকা ঘোষণা করেছেন। ২ বছরের মধ্যেই এই প্রকল্প চূড়ান্ত হয়ে যাবে। রাজনাথ জানিয়েছেন, রাজ্যের চারটি রাস্তা ইতিমধ্যেই জাতীয় সড়কের স্বীকৃতি পেয়েছে। এরপর নতুন রাস্তার জন্য দ্রুত জমি বরাদ্দ করতে হবে রাজ্য সরকারকে। তা ছাড়া রেললাইন পাতার কাজও দ্রুত শুরু হবে রাজ্যে। বামে-রাসকিন- তেজু-পরশুরাম কুণ্ড-ভায়া রূপল ও মারুপং হয়ে তাওয়াং পৌঁছে যাবে রেললাইন। এ জন্য শিগগিরই শুরু হবে সার্ভে।
এছাড়া রাজ্যের টেলিকম ও ইন্টারনেট যোগাযোগ বাড়াতে ৫০৩৫ কিলোমিটার এলাকায় জুড়ে ব্যান্ড লাইনের কাজ চলছে। শুধু এ রাজ্যের জন্য দুটি এমআই-৭৫ চপারে ৭৫ শতাংশ ভর্তুকি দিচ্ছে কেন্দ্র।
অরুণাচলের নিরাপত্তা আঁটোসাঁটো করতে বিশেষ প্যাকেজ কেন্দ্রের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
21 Feb 2017 08:10 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -