ইভাঙ্কা এই নিয়ে দ্বিতীয়বার ভারতে এলেন। তাঁর পরনে ছিল ব্র্যান্ড প্রোয়েনজা স্কোলারের রঙিন বেবি ব্লু ও রেড মিডি ফ্লোরাল প্রিন্টের পোশাক।
মার্কিন প্রেসিডেন্ট কন্যা অবশ্য এই পোশাক আগেও পরেছিলেন। ২০১৯-এর সেপ্টেম্বরে আর্জেন্টিনা সফরের সময়ও এই পোশাকে দেখা গিয়েছিল তাঁকে।এই পোশাকের দাম ১.৭ লক্ষ টাকা।
আমদাবাদের মোতেরা স্টেডিয়ামে নমস্তে ট্রাম্প অনুষ্ঠানেও অংশ নেন ইভাঙ্কা। সেখানে স্টেডিয়ামের বাইরে সেলফি-প্রেমীদেরও হতাশ করেননি তিনি।
অনুষ্ঠান তাঁর কেমন লেগেছে, এই প্রশ্নের উত্তরে ইভাঙ্কা বললেন, চমত্কার।