নয়াদিল্লি: রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের পদ থেকে রঘুরাম রাজনের সরে যাওয়ার সিদ্ধান্তের পর কে হবেন পরবর্তী আরবিআই গভর্নর? এখ এই প্রশ্নটা সকলের মধ্যে ঘুরপাক খাচ্ছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি শনিবারই জানিয়েছেন, শীঘ্রই রাজনের উত্তরসূরীর নাম ঘোষণা করা হবে। এমতাবস্থায় প্রায় ডজন খানেক নাম সম্ভাব্য তালিকায় উঠে এসেছে।
এক নজরে দেখে নেওয়া যাক সেই সম্ভাব্য তালিকা—
তালিকায় একেবারে ওপরের দিকে রয়েছেন আরবিআই-এর অন্যতম ডেপুটি গভর্নর উর্জিত পটেল। বর্তমানে রিজার্ভ ব্যাঙ্কের চার ডেপুটি গভর্নরের একজন উর্জিত। ৫২ বছরের উর্জিতকে গত জানুয়ারি মাসেই তিন বছরের জন্য পুনর্বহাল করা হয়। ২০১৩ সাল থেকে তিনি আরবিআই-এর আর্থিক নীতি দফতরের দায়িত্বে রয়েছেন।
দ্বিতীয় সম্ভাব্য হলেন স্টেট ব্যাঙ্কের চেয়ারম্যান অরুন্ধতী ভট্টাচার্য। প্রসঙ্গত, আগামী সেপ্টেম্বর মাসেই স্টেট ব্যাঙ্কে তাঁর মেয়াদ শেষ হচ্ছে। ২০১৩ সাল থেকে তিনি এই দায়িত্বে রয়েছেন। বকেয়া ঋণের ফলে ব্যাঙ্কের অবস্থা যেসময় টালমাটাল ছিল, তখন হাল ধরেন অরুন্ধতী। তাঁর বিভিন্ন পদক্ষেপ বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়েছে। সম্প্রতি, ফোর্বসের বিশ্বের ১০০ প্রভাবশালী মহিলাদের তালিকায় তাঁর নাম ওঠে।
এছাড়া তালিকায় রয়েছেন রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন ডেপুটি গভর্নর রাকেশ মোহন এবং সুবীর গোকর্ণ, ইউপিএ আমলে প্রাক্তন মুখ্য আর্থিক উপদেষ্টা কৌশিক বসু, সেবির চেয়ারম্যান ইউ কে সিংহ, প্রাক্তন সিএজি তথা বর্তমানে ব্যাঙ্কস বোর্ড ব্যুরোর প্রধান বিনোদ রাই, প্রধান অর্থনৈতিক উপদষ্টা অরবিন্দ সুব্রহ্মণ্যম, রাজস্ব সচিব শক্তিকান্ত দাস, অর্থমন্ত্রীর প্রাক্তন উপদেষ্টা পার্থসারথী শোম, প্রাক্তন অর্থসচিব বিজয় কেলকর, প্রাক্তন সিসিআই প্রধান অশোক চাবলা, প্রাক্তন প্রধান অর্থনৈতিক উপদেষ্টা অশোক লাহিড়ি, ব্রিকস্ ব্যাঙ্কের প্রধান পে ভি কামাত, এবং অর্থনীতিবিদ আর বৈদ্যনাথন।
রাজন-বিদায়: উত্তরসূরী কে? জল্পনা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
19 Jun 2016 01:57 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -