রাজ্যসভায় ইস্যুটি তুলে কংগ্রেসের টি সুব্বারামি রেড্ডি জানান, সাংসদদের সঙ্গে দুর্ব্যবহার করায় এসপিজির বিরুদ্ধে ১৮৮ ধারার আওতায় স্বাধিকার ভঙ্গের নোটিস দিয়েছেন তিনি। বাহিনীর সদস্যদের মধ্যে সৌজন্যের ঘাটতি আছে বলে দাবি করে তিনি বলেন, সম্প্রতি বিশাখাপত্তনমে মোদীর এক অনুষ্ঠানে আমার সঙ্গে খারাপ ব্যবহার করে ওরা। ওদের দায়িত্ব পালন করা নিয়ে প্রশ্ন তুলছি না, কিন্তু এমপিদের প্রতি সৌজন্য দেখানো উচিত। কী করে সাংসদদের প্রতি উদ্ধত ব্যবহার দেখায় ওরা!
ডেপুটি চেয়ারম্যান পি জে ক্যুরিয়েন বলেন, রেড্ডির নোটিসটি খতিয়ে দেখবেন চেয়ারম্যান।
কংগ্রেসের আনন্দ শর্মা বলেন, সভার একজন সদস্যের যখন এমন অভিজ্ঞতা হয়েছে, তখন শুধু নোটিসের মধ্যে বিষয়টি সীমাবদ্ধ থাকা উচিত নয়। এটা খুব দুর্ভাগ্যজনক যে, একজন সাংসদকে দুর্ব্যবহার পেতে হয়েছে।
বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী আবার দাবি করেন, নোটিসের পরিধির মধ্যে নিয়ে আসা হোক কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী ও কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধীর নিরাপত্তার ভারপ্রাপ্ত এসপিজিকেও। এ নিয়ে কটাক্ষ করেন কংগ্রেস সাংসদরা। তবে বিষয়টা বেশি দূর গড়ায়নি।