নয়াদিল্লি: ১১ বছরে পা রাখল উড়ান সংস্থা স্পাইসজেট। সেই উপলক্ষ্যে বিমান যাত্রীদের জন্য বিশেষ উপহার ঘোষণা করেছে সংস্থা।
এয়ারলাইনস-এর ওয়েবসাইট থেকে মাত্র ৫১১ টাকায় বুক করা যাবে অন্তর্দেশীয় অর্থাত দেশের মধ্যে বিমান যাত্রার টিকিট। বিদেশের টিকিটের দামও খুব সস্তা। ২১১১ টাকা। কর অতিরিক্ত। তবে এই অফার মাত্র তিনদিনের জন্য। ১৭ মে অর্থাত মঙ্গলবার মধ্যরাত থেকে ১৯ মে বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত কাটা যাবে বিমানের টিকিট।
আইওএস এবং অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপের মাধ্যমে কাটা যাবে টিকিট। অনলাইন বুকিং পোর্টালস্, ট্রাভেল এজেন্ট বা কোম্পানির ওয়েবসাইট থেকেও কাটতে পারেন। তবে টিকিটের সংখ্যা সীমিত।
এই টিকিটে ১৫ জুন থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশের মধ্যে বিমানে যাতায়াত করা যাবে।
দেশের বাইরে যাওয়ার সময়সীমা ১ জুন থেকে ২০ জুলাই। তবে ২১১১ টাকার টিকিটে বিদেশের কয়েকটি জায়গায় যেতে পারবেন যাত্রীরা। সেগুলি হল ব্যাঙ্কক, কলম্বো, দুবাই, মাসকট।
এছাড়াও স্পাইসজেট মোবাইল অ্যাপের মাধ্যমে খাবার বুক করলে পাওয়া যাবে ৫০ শতাংশ ছাড়।
স্পাইসজেটের ১১ বছর: দেশে ৫১১ টাকা, বিদেশে ২১১১ টাকায় বিমানযাত্রা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 May 2016 05:11 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -