নয়াদিল্লি: ১৭৬ জন যাত্রীকে নিয়ে বিমানবন্দরে জরুরি অবতরণ করল স্পাইসজেট বিমানের। বিমান সংস্থার তরফে জানানো হয়, এদিন বেঙ্গালুরু থেকে ১৭৬ জনকে নিয়ে দিল্লি যাচ্ছিল স্পাইসজেটের ফ্লাইট এসজি ১৩৬। যান্ত্রিক ত্রুটির জন্য মাঝ-আকাশে বিমান থেকে হাইড্রলিক ফ্লুইড পড়ে যাওয়ায় বিমানের হাইড্রলিক সিস্টেমে আংশিক ফেলিওর ধরা পড়ে। পুরো বিষয়টি দিল্লি বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলে জানানো হলে, সঙ্গে সঙ্গে আপৎকালীন অবতরণ প্রক্রিয়া জারি করা হয়। অবশেষে, নিরাপদেই বোয়িং ৭৩৭ বিমানটি অবতরণ করে। বিমান সংস্থার তরফে জানানো হয়, প্রত্যেক যাত্রী ও ক্রু সুরক্ষিত আছেন।
১৭৬ যাত্রী নিয়ে স্পাইসজেট বিমানের জরুরি অবতরণ দিল্লি বিমানবন্দরে
Web Desk, ABP Ananda | 06 Jan 2017 02:53 PM (IST)