নয়াদিল্লি: টিকিট বাতিল করার মূল্য বৃদ্ধি করল কম ভাড়ার বিমান সংস্থা স্পাইসজেট। ফলে আন্তর্দেশীয় উড়ানের ক্ষেত্রে টিকিট বাতিল করতে খরচ হবে ২,২৫০ টাকা। অন্যদিকে, আন্তর্জাতিক টিকিট হলে সেই চার্জ ধার্য হবে ২,৫০০ টাকা। কিছুদিন আগে টিকিট বাতিলের মূল্যবৃদ্ধির পথে হাঁটে আরেক বাজেট বিমান সংস্থা ইন্ডিগো। তারা টিকিট বাতিলের ক্ষেত্রে একটাই (ফ্ল্যাট রেট) হিসেবে ২,২৫০ টাকা ধার্য করার সিদ্ধান্ত নেয়। যার পরই অসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা বা ডিজিসিএ বিমান সংস্থার কাছে এই ফ্ল্যাট রেট ধার্য করার যৌক্তিকতা প্রশ্ন করে। বিমান সংস্থাগুলির কাছে ডিজিসিএ আরও জানতে চায় যে, টিকিট বাতিল করার জন্য কেন এত টাকা তারা ধার্য করেছে? নিয়ন্ত্রক সংস্থার যুক্তি, যে টাকা টিকিট বাতিলের জন্য ধার্য করা হচ্ছে, সেই টাকায় স্বল্প-রুটের বিমান যাত্রার টিকিট হয়ে যায়!
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
টিকিট বাতিলে চার্জ বাড়াল স্পাইসজেটও
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
09 Apr 2016 10:27 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -