নয়াদিল্লি: গত মাসে এয়ার ইন্ডিয়া কর্মীকে চটি খুলে মারার পর একের পর এক ঘরোয়া বিমান কোম্পানি বয়কট করে চলেছে শিবসেনা সাংসদ রবীন্দ্র গায়কোয়াড়কে। এয়ার ইন্ডিয়া, ইন্ডিগোর পর এবার স্পাইসজেটও তাঁকে নিতে চাইল না তাঁদের বিমানে। সূত্রের খবর, ৩ এপ্রিল পুনে থেকে আমদাবাদ যাওয়ার স্পাইসজেট ফ্লাইটের (এসজি ৫২৪) টিকিট বুক করেছিলেন রবীন্দ্র। কিন্তু স্পাইসজেট বুকিং বাতিল করে দিয়েছে।
ফেডারেশন অব ইন্ডিয়া এয়ারলাইন্স (এফআইএ) অর্থাত দেশীয় বিমান সংস্থাগুলির জোট শিবসেনা সাংসদের হাতে এয়ার ইন্ডিয়া কর্মীর হেনস্তার ঘটনাটিকে প্রচণ্ড গুরুত্ব দিয়ে দেখছে। তারা সিদ্ধান্ত নিয়েছে যে, তাদের নেটওয়ার্কের কোনও বিমানে ওই সাংসদকে কখনও নেওয়া হবে না। জেট ইন্ডিয়ার পাশাপাশি ইন্ডিগো, স্পাইসজেট, গোএয়ার এফআইএ-তে রয়েছে।
চলতি সপ্তাহের শুরুতে এয়ার ইন্ডিয়া তাদের দিল্লিগামী ফ্লাইটে শিবসেনা সাংসদের দুটি টিকিট বাতিল করে।
অল ইকনমি ফ্লাইটে চড়ার জন্য গোঁ ধরে থাকলেও বিজনেস ক্লাসের আসন না মেলায় এয়ার ইন্ডিয়ার কর্মীকে পায়ের জুতো খুলে পেটান রবীন্দ্র। ২৩ মার্চের ঘটনাটির জল শেষ পর্যন্ত বহু দূর গড়ায়।