বিমান অবতরণের সময় যাত্রীদের সিট বেল্ট বেঁধে নিতে বলে জাতীয় সঙ্গীত বাজিয়ে বিতর্কে স্পাইস জেট
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 Apr 2017 02:04 PM (IST)
ইনদওর: ১৮ এপ্রিল হায়দরাবাদ থেকে তিরুপতি যাচ্ছিল স্পাইস জেটের বিমানটি। কিছুক্ষণের মধ্যেই অবতরণ করার কথা ছিল বিমানটির। সেই সময় যাত্রীদের সবাইকে নিয়ম অনুযায়ী সিট বেল্ট বেঁধে নেওয়ার নির্দেশ দেন বিমান সেবিকারা। নির্দেশমতো বিমানের সমস্ত যাত্রী সেকথা পালনও করেন। কিন্তু এরমধ্যেই হঠাৎ করে বিমানে জাতীয় সঙ্গীত বাজতে শুরু করে। সূত্রের খবর, সেইসময় যাত্রীদের ঠিক কী করা উচিত, এই নিয়ে দ্বিধায় পড়ে যান বিমানযাত্রীরা। বিমানযাত্রীদের কী নিয়ম অনুযায়ী জাতীয় সঙ্গীতকে সম্মান জানাতে চলার সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ানো উচিত ছিল, নাকি বিমানের নিয়ম মেনে অবতরণের সময় বসে থাকা উচিৎ? এই প্রশ্ন করে নিজের দ্বিধা পরিষ্কার করতে বিমান কর্তৃপক্ষের কাছে একটি অভিযোগপত্র জমা দেন এক যাত্রী। সেই যাত্রী তাঁর অভিযোগপত্রে লিখেছেন বিমান নম্বর এসজি ১০৪৪-এর কেবিন ক্রিউরা গত ১৮ এপ্রিল অবতরণের ঠিক আগেরমুহূর্তে বিমানে জাতীয় সঙ্গীত বাজাতে শুরু করেন। কিন্তু সেই অবস্থায় কেউই জাতীয় সঙ্গীতকে সম্মান জানিয়ে উঠে দাঁড়ানোর পরিস্থিতিতে ছিলেন না বলে জানা গিয়েছে। এমনকি জাতীয় সঙ্গীত চলার সময় মাঝখানে এক কেবিন ক্রিউ হঠাৎ গান বন্ধ করে দেন। তারপর ফের চালিয়ে দেওয়া হয়। জাতীয় সঙ্গীত নিয়ে এধরনের অভব্যতায় মারাত্মক আহত হয়েছেন অভিযোগকারী ওই ব্যক্তি। পেশায় ব্যাঙ্ক কর্মী, ইনদওরের বাসিন্দা ওই ব্যক্তি পুরো ঘটনার একটি ভিডিও রেকর্ডিংও করেছেন। তিনি তাঁর অভিযোগপত্রে লিখেছেন, জাতীয় সঙ্গীতের বিষয়ে বিমান কর্তৃপক্ষের উদাসীনতা দেখে তিনি কার্যত আহত হয়েছেন। এই ঘটনা প্রসঙ্গে স্পাইস জেটের পক্ষ থেকে দাবি করা হয়েছে, কেবিন সদস্যরা ভুলবশত গানের অন্য একটি প্লেলিস্ট বাজিয়ে ফেলেছিলেন। যার জেরে জাতীয় সঙ্গীত বাজতে শুরু করে। তাঁদের এই অনিচ্ছাকৃত ভুলের জন্যে তাঁরা প্রত্যেক যাত্রীর কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন।