নয়াদিল্লি: দিল্লি থেকে গোয়া রওনা দেওয়ার মুখে স্পাইসজেটের একটি উড়ান থেকে নামিয়ে দেওয়া হল এক যাত্রীকে। অভিযোগ, ছুরি বার করেন তিনি।


বিমানবন্দরে পুঙ্খানুপুঙ্খ তল্লাশির কথা বলা হয় ফলাও করে। কিন্তু আদৌ তল্লাশি বলে কিছু হয় কি। সত্যিই যদি তা হত, তাহলে বিমানের মধ্যে ওই যাত্রী রান্নার জন্য ব্যবহৃত ছুরি নিয়ে উঠতে পারতেন কি করে। তাও বিমান কর্মী বা নিরাপত্তা রক্ষীদের চোখে ওই ছুরি পড়েনি। বিমানে ঝগড়া বাধিয়ে অভিযুক্তই বার করেন ছুরিটি।

তিনি নিজেই ক্রুদের জানান, তাঁর হাত ব্যাগে ছুরি আছে। বিমানটি ওড়েনি তখনও। সঙ্গে সঙ্গে বিষয়টি জানানো হয় বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফে।

ওই ব্যক্তিকে বিমান থেকে নামিয়ে তুলে দেওয়া হয় বিমানবন্দর পুলিশের হাতে। বাকি যাত্রীরা নির্বিঘ্নে রওনা দেন গোয়া।