নয়াদিল্লি: স্পাইস জেট বিমান সংস্থার কর্তৃপক্ষ বোয়িং ৭৩৭-এ প্রাধন চালককে বরখাস্ত করেছে। কারণ তিনি সহ-চালককে ককপিট থেকে বের করে দিয়ে দীর্ঘসময় এক বিমানসেবিকার সঙ্গে একান্তে সময় কাটান বলে অভিযোগ। সূত্রের দাবি, তিনি বিমানসেবিকাকে বাধ্য করেছিলেন তাঁর সঙ্গে বিমানের ককপিটে দীর্ঘ সময় কাটানোর জন্যে।


ঘটনাটি ঘটেছে গত ২৮ ফেব্রুয়ারি কলকাতা-ব্যাঙ্কক বিমানে। জানা গিয়েছে যাওয়া এবং আসা দুটো সময়ই একই ঘটনা ঘটেছে। স্পাইসজেটে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঘটনায় সমস্ত প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করা হয়েছে, এবং ঘটনায় মূল অভিযুক্ত বিমান চালককে বরখাস্তও করা হয়েছে। বিমানের নিরাপত্তা সংক্রান্ত দফতর ও সিভিল অ্যাভিয়েশনের ডিরেক্টরেট জেনারলের দফতরেও এবিষয় অভিযোগ জানানো হয়েছে বলে জানা গিয়েছে।