নয়াদিল্লি: এবার লোকসভার ক্যান্টিনের খাবারে মিলল মাকড়শা। এই ঘটনা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। সংসদের ক্যান্টিনে ভর্তুকি মূল্যে খাবার পাওয়া যায়। যা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে।
এবার সেই ক্যান্টিনের খাবারে মাকড়শা দেখতে পেলেন সংসদেরই এক কর্মী। তিনি ক্যান্টিনে পোঙ্গলের অর্ডার দিয়েছিলেন। পোঙ্গল দক্ষিণ ভারতীয় খাবার। চাল থেকে তৈরি হয় এই খাবার। খাওয়ার সময়ই পোঙ্গলে মরা মাকড়শা দেখতে পান ওই কর্মী। তিনি এ ব্যাপারে অভিযোগ দায়ের করেছেন।ওই খাবার খেয়ে তিনি অসুস্থ হয়ে পড়েছেন বলেও অভিযোগ করেছেন তিনি।
লোকসভার রিপোর্টিং ব্রাঞ্চের আধিকারিক শ্রীনিবাসনের অভিযোগ, গতাকল দুপুর একটা নাগাদ তিনি খাবারের অর্ডার দিয়েছিলেন। দু-এর গ্রাস মুখে তোলার পরই তাঁর শরীর খারাপ হতে থাকে। বমি পায়। এরপরই প্লেটের দিকে তাকিয়ে মরা মাকড়শা দেখতে পান তিনি। শ্রীনিবাসন এ ব্যাপারে ক্যান্টিন কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করেছেন।





সংসদের ক্যান্টিনের খাবার খেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিভিন্ন নেতৃবৃন্দ। তাই সেই ক্যান্টিনের খাবারে মাকড়শা পাওয়ার খবর সবাইকে হতবাক করে দিয়েছে।
শ্রীনিবাসন বলেছেন, ক্যান্টিনের অস্বাস্থ্যকর খাবার নিয়ে এর আগেও অভিযোগ জানিয়েছিলেন। কিন্তু আশ্বাস ছাড়া কিছুই পাননি।